কেরালায় ATM ডাকাতির ঘটনায় ধৃত রোমানিয়ান

Last Updated:

কেরালায় ATM ডাকাতির ঘটনায় ধৃত রোমানিয়ান ৷ ধৃত রোমানিয়ানের নাম গ্যাব্রিয়েল মারিয়ান ৷

#তিরুঅনন্তপুরম: কেরালায় ATM ডাকাতির ঘটনায় ধৃত রোমানিয়ান ৷ ধৃত রোমানিয়ানের নাম গ্যাব্রিয়েল মারিয়ান ৷ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও ২ সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ ৷ তারাও রোমানিয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ৷
মাইক্রো ক্যামেরায় কারসাজি করে ATM কার্ড জালিয়াতি ৷ ১৬ জন গ্রাহকের ATM কার্ড  জালিয়াতি করে দুষ্কৃতীরা ৷ ATM থেকে হাতানো হয় লক্ষধিক টাকা ৷ দেশজুড়ে এই কারবার করে দুষ্কৃতীরা ৷ এমনটাই অনুমান মুম্বই পুলিশের ৷
পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা প্রথমে এটিএম কাউন্টারে ইলেক্ট্রনিক ডিভাইস বসিয়ে গ্রাহকদের কার্ডের তথ্য সংগ্রহ করে ৷ তারপরে তা ব্যবহার করে গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে নিপুনভাবে সাফ করেছে কয়েক লাখ টাকা। প্রায় ৪.৫ লক্ষ টাকা এইভাবে লুঠ করেছে দুষ্কৃতীরা বলে অনুমান পুলিশের ৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনজন বিদেশি এটিএমে ঢুকে স্মোক অ্যালার্ম খারাপ করে বেরিয়ে যাচ্ছে ৷
তদন্তে জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে জনপ্রিয় কোভালামের বিচ রিসর্টে ছিল দুষ্কৃতীরা ৷ তিরুঅনন্তপুরমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্রাঞ্চে এখনও পর্যন্ত ১৬ জন গ্রাহক এ ধরণের টাকা লুঠের অভিযোগ জানিয়েছেন। তদন্তে নেমে কাউন্টার থেকে ইলেক্ট্রনিক ডিভাইসটি উদ্ধার করেছে পুলিশ। কী এই ডিভাইস, কিভাবে তা ব্যবহার করে টাকা লুঠ? তা জানতে প্রযুক্তিবিদদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরালায় ATM ডাকাতির ঘটনায় ধৃত রোমানিয়ান
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement