IAS officers Daughter Death: আত্মঘাতী IAS দম্পতির কন্যা! মন্ত্রালয়ের পাশের বিল্ডিংয়ের ১০ তলা থেকে ঝাঁপ ছাত্রীর... মিলল নোট
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
IAS officers Daughter Death: হরিয়ানার সোনিপতে এলএলবি কোর্স করছিলেন লিপি। এক সিনিয়র অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী পড়াশোনা নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলেন ২৭ বছরের মহিলা।
মুম্বই: আত্মঘাতী আইএএস অফিসার দম্পতির কন্যা। ২৭ বছরের লিপি আইনের ছাত্রী ছিলেন। দাবি উঠেছে, ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন লিপি। সোমবার ভোর ৪টে নাগাদ দক্ষিণ মুম্বইয়ের মন্ত্রালয়, রাজ্য সচিবালয়ের পাশের বিল্ডিংয়েই এই ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
হরিয়ানার সোনিপতে এলএলবি কোর্স করছিলেন লিপি। এক সিনিয়র অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী পড়াশোনা নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলেন ২৭ বছরের মহিলা। অফিসারের দাবি, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যেখানে লেখা, তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যেতে চান না। কাফ প্যারেড থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার।
advertisement
মৃতের বাবা বিকাশ রাস্তোগি মহারাষ্ট্রের উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের প্রধান সচিব। তাঁর মা রাধিকা রাস্তোগিও রাজ্য সরকারের একজন সিনিয়র আইএএস অফিসার। এর আগে, মহারাষ্ট্র ক্যাডারের আইএএস অফিসার মিলিন্দ এবং মনীষা মাহিস্করও তাঁদের ২০১৭ সালে ছেলেকে হারিয়েছিলেন। মুম্বইয়ের একটি উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার পরে মৃত্যু হয় 18 বছরের ছেলের।
advertisement
advertisement
আরও পড়ুন: গরমে শুকিয়ে কাঠ! কখন, কীভাবে জল দিলে ফুলে ফেঁপে উঠবে বাড়ির তুলসি গাছ? ছোট্ট টিপস জেনে যত্ন নিন
DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 3:40 PM IST