স্মার্ট সিটির তৃতীয় তালিকা প্রকাশ, ঘোষিত ৬৩টি শহরের মধ্যে নাম নেই বাংলার

Last Updated:

প্রকাশ্যে এল দেশের ২৭ টি স্মার্ট সিটির তালিকা ৷ মঙ্গলবার স্মার্ট সিটির তৃতীয় তালিকা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ৷

#নয়াদিল্লি: প্রকাশ্যে এল দেশের ২৭ টি স্মার্ট সিটির তালিকা ৷ মঙ্গলবার স্মার্ট সিটির তৃতীয় তালিকা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ৷ স্মার্ট সিটিতে বিদ্যুৎ. পানীয় জল, আবাসন, তথ্যপ্রযুক্তি, নিকাশি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মিলবে যথাযথ ৷ এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৬৬,৮৮৩ কোটি টাকা ৷ এখনও পর্যন্ত মোট ৬০ শহর স্মার্ট সিটির অন্তর্ভুক্ত হয়েছে ৷ আগামী দিনে জম্মু কাশ্মীর বও উত্তরাখণ্ড-সহ  আর মাত্র ৯টি পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে ৷
মহারাষ্ট্রের পাঁচটি শহর নতুন তালিকায় জায়গা করে নিয়েছে ৷ তামিল নাড়ু, কর্ণাটক থেকে চারটি শহর, উত্তরপ্রদেশ থেকে তিনটি শহর, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও রাজস্থান থেকে দুটি করে শহরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷
৬০টি শহরের জন্য ১.৪৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ স্মার্ট সিটির জন্য প্রত্যেকটি শহরের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ বাকিটা লোন, PPF, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প থেকে আসবে ৷
advertisement
advertisement
তবে স্মার্ট সিটির এই তালিকায় স্থান নেই কলকাতার  ৷ তালিকার অন্তর্ভুক্ত ২৭ টি শহর হল-
১. অরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
২. কল্যাণ-ডমবিভালি (মহারাষ্ট্র)
৩. নাগপুর (মহারাষ্ট্র)
৪. নাসিক (মহারাষ্ট্র)
৫. থানে (মহারাষ্ট্র)
৬. হুব্বালি-ধারওয়াড় (কর্ণাটক)
৭. মেঙ্গালুরু (কর্ণাটক)
advertisement
৮. শিবামোগ্গা (কর্ণাটক)
৯. তুমাকুরু (কর্ণাটক)
১০. মাদুরাই (তামিলনাড়ু)
১১. সালেম (তামিলনাড়ু)
১২. তাঞ্জোর (তামিলনাড়ু)
১৩. ভেলর (তামিলনাড়ু)
১৪. আগ্রা (উত্তরপ্রদেশ)
১৫. কানপুর (উত্তরপ্রদেশ)
১৬. বারাণসী (উত্তরপ্রদেশ)
১৭. গোয়ালিয়ার (মধ্যপ্রদেশ)
advertisement
১৮. উজ্জয়িনী (মধ্যপ্রদেশ)
১৯. অমৃতসর (পঞ্জাব)
২০. জলন্ধর (পঞ্জাব)
২১. আজমের (রাজস্থান)
২২. কোটা (রাজস্থান)
২৩. তিরুপতি (অন্ধ্রপ্রদেশ)
২৪. কোহিমা (নাগাল্যান্ড)
২৫. নামচি (সিকিম)
২৬. রাউরকেল্লা (ওড়িষা)
২৭. ভদোদরা (গুজরাত)
advertisement
২৭. ভদোদরা
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্মার্ট সিটির তৃতীয় তালিকা প্রকাশ, ঘোষিত ৬৩টি শহরের মধ্যে নাম নেই বাংলার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement