ইলেকট্রিক কেটলি নিয়ে ট্রেনে উঠেছিলেন মহিলা, খুলতেই বেরিয়ে এল কোটি টাকার মাদক!

Last Updated:

ইলেকট্রিক কেটলি নিয়ে ট্রেনে উঠেছিলেন। দেখে কিছুই বোঝা উপায় নেই। কিন্তু তার ভিতরেই লুকিয়ে রেখেছিলেন নিষিদ্ধ মাদক! তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে গিয়েছে সামরিন আখতার।

ইলেকট্রিক কেটলি নিয়ে ট্রেনে উঠেছিলেন মহিলা, খুলতেই বেরিয়ে এল কোটি টাকার মাদক (Photo_Social Media)
ইলেকট্রিক কেটলি নিয়ে ট্রেনে উঠেছিলেন মহিলা, খুলতেই বেরিয়ে এল কোটি টাকার মাদক (Photo_Social Media)
নয়াদিল্লি: ইলেকট্রিক কেটলি নিয়ে ট্রেনে উঠেছিলেন। দেখে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু তার ভিতরেই লুকিয়ে রেখেছিলেন নিষিদ্ধ মাদক! তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে গিয়েছে সামরিন আখতার।
২৬ বছর বয়সী সামরিন পশ্চিমবঙ্গের বাসিন্দা। বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দিল্লিতে এসেছিল সামরিন। সেখান থেকে ‘জিনিসপত্র’ নিয়ে কেরল যাওয়ার কথা ছিল তার। সামরিনের সঙ্গে ছিল স্যুটকেস আর একটি বড় ব্যাগ।
advertisement
advertisement
লাগেজ নিয়ে ট্রেনের স্লিপার ক্লাসে এর্নাকুলামের আলুভা পৌঁছন সামরিন। তারপর ওয়েটিং রুমে যান। সেখানেই তাঁর লাগেজ তল্লাশি করতে শুরু করে পুলিশ। স্যুটকেসে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে ব্যাগ খুলতেই বেড়িয়ে আসে ইলেকট্রিক হিটার। তার ভিতরে এক কেজি এমডিএমএ (মিথাইলেনডিওক্সিমেথামফেটামিন), এক ধরনের নিষিদ্ধ মাদক।
হিটারের হিটিং কয়েল এবং অন্যান্য জিনিসপত্র খুলে তার ভিতরে এই মাদক ঢুকিয়ে রেখেছিলেন সামরিন। যাতে কেটলি খুললেও কিছু বোঝা না যায়। মাদক রাখা হয় কয়েলের মতো করে। এক ঝলকে দেখলে হিটারের কয়েলই মনে হবে।
advertisement
১ কোটি টাকার মাদক: সামরিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, ১০ গ্রামের ছোট ছোট পাউচে এই মাদক বিক্রি হয়। একটার দাম ৩ হাজার টাকা। মহিলার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের মূল্য ৫০ লক্ষ টাকা। মাদক ব্যবসায়ীরা এক কেজি মাদক কোটি টাকায় বিক্রি করত।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দিল্লির এক মাদক পাচারকারীর কাছ থেকে এক কেজি মিথাইলেনডিওক্সিমেথামফেটামিন কিনেছিলেন সামরিন। দিল্লির ওই মাদকপাচারকারী আবার কেরলের বাসিন্দা। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নাইজেরিয়ার এক ব্যবসায়ী দিল্লি-সহ গোটা দেশে মাদক পাচারের সঙ্গে যুক্ত। পুলিশ তার সন্ধান পাওয়ার চেষ্টা করছে।
বলে রাখা ভাল, এর আগে কেরলে একজন ব্যক্তির কাছ থেকে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়নি। তবে শুধু সামরিন নন, এই ব্যবসার সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। কেরল পুলিশ সাফির নামের এক মলয়ালিকেও আটক করেছে। সামরিন তার কাছেই মাদক পৌঁছে দিতে যাচ্ছিল। তদন্তে আরও জানা গিয়েছে, কালমাসেরি থানায় সামরিনের বিরুদ্ধে একটি মাদক পাচারের মামলা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইলেকট্রিক কেটলি নিয়ে ট্রেনে উঠেছিলেন মহিলা, খুলতেই বেরিয়ে এল কোটি টাকার মাদক!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement