Dahi Handi: শোকের জন্মাষ্টমী! দহি হাণ্ডি ভাঙতে গিয়ে পা ফসকে মৃত্যু ২২ বছরের তরতাজা যুবকের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Janmashtami Dahi Handi: চলতি দহি হাণ্ডি উৎসবে মুম্বই এবং থানে মিলিয়ে মোট ১৭০ জন গোবিন্দ আহত হয়েছেন।
জন্মাষ্টমী পালনের অন্যতম বিখ্যাত অংশ দহি হান্ডি ভাঙা। আর এই দহি হাণ্ডি ভাঙতে গিয়েই মুম্বইয়ে মর্মান্তিক মৃত্যু হল ২২ বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভিলেপার্লেতে। ভিলেপার্লের বামনপড়ায় দহি হাণ্ডি ভাঙতে সাত তলা মানব শিখরে চড়েছিলেন যুবক। সেই সময়ের একটি ভিডিও ভাইরালও রয়েছে। দহি হাণ্ডি ভেঙে অতটা উপর থেকে ফসকে নীচে পড়ে যান এই যুবক। মুম্বইয়ে চিকিৎসাধীন অবস্থাতেই এই গোবিন্দের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সন্দেশ দলভি। তিনি ভিলেপার্লেরই বাসিন্দা।
মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার। করোনা মহামারীর ২ বছর পর এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হচ্ছিল দহি হাণ্ডি উৎসব। সন্দেশ দলভি ভিলেপার্লে পূর্বের শিবশম্ভো গোবিন্দ স্কোয়াডের সদস্য ছিলেন। দহিহাণ্ডির শিখর তৈরি করতে গিয়ে সাত নম্বর ধাপ থেকে পড়ে যান সন্দেশ দলভি। মাটিতে পড়ে গুরুতর আহত হন সন্দেশ। তাঁকে দ্রুত নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় অবশ্য শেষ রক্ষা হয়নি। প্রাণ হারান সন্দেশ।
advertisement
advertisement
চলতি দহি হাণ্ডি উৎসবে মুম্বই এবং থানে মিলিয়ে মোট ১৭০ জন গোবিন্দ আহত হয়েছেন। এই ১৭০ জনের মধ্যে, মুম্বইয়ে গোবিন্দের সংখ্যা সবচেয়ে বেশি। মুম্বাইয়ে মোট ১৩৭ জন আহত হয়েছেন। থানেতে ৩৭ জন আহত হয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2022 11:56 PM IST