LIVE: ১২ মার্চ বিজেপিতে যোগ দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, খবর সূত্রের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কংগ্রেস ছেড়ে দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ বললেন, 'কংগ্রেসে থাকলে দেশের কাজ করতে পারছি না৷' সুতোয় ঝুলছে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের ভবিষ্যত্৷ হোলির দিনই বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে৷
#ভোপাল: কংগ্রেস ছেড়ে দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ বললেন, 'কংগ্রেসে থাকলে দেশের কাজ করতে পারছি না৷' সুতোয় ঝুলছে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের ভবিষ্যত্৷ হোলির দিনই বিজেপি-তে যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে৷
একসঙ্গে ২২ মন্ত্রী পদত্যাগ করেছেন কমলনাথের মন্ত্রিসভায় ৷ এদিন সকাল থেকেই জটিল হতে শুরু করে মধ্যপ্রদেশের পরিস্থিতি৷ হঠাৎ কংগ্রেসের বিধায়করা বেপাত্তা হয়ে যান৷ ফোন ধরা বন্ধ করে দেন৷ দিল্লিতে রয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ সেখানে সনিয়া গান্ধির সঙ্গে কথা হওয়ার কথাও শোনা যাচ্ছে৷ এদিকে ক্রমে একা হয়ে পড়ছেন কংগ্রেসের পোড় খাওয়া সৈনিক কমলনাথ৷ আর সংকটের মাঝেই তিনি বন্ধুবর নেতা দ্বিগ্বিজয় সিংকে নিয়ে সভায় বসেছেন৷ হাতে ১২০ বিধায়ক, সংখ্যগরিষ্ঠতার অঙ্ক থেকে যা মাত্র ৪ আসন বেশি৷ ফলে আসন য়ে সহজে টলমল হবে, সে কথা বুঝতে পেরেছেন কমলনাথ৷ ওদিকে ঝোপ বুঝে কোপ মারতে চাইছে বিজেপিও৷ পরিস্থিতি ঘোরালো হয়ে যাওয়ার পরেই বিশেষ বৈঠক ডেকেছে গেরুয়া শিবির৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2020 11:56 PM IST