অসমের বন্যায় মৃত কমপক্ষে ২১, পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজনাথ সিং
Last Updated:
অসমের বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন ৷ ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লক্ষের বেশি মানুষ ৷
#গুয়াহাটি: প্রতিবছর বর্ষার মতো এবারও বন্যায় বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত এলাধিক জেলা। এখনও পর্যন্ত অসমের বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন ৷ ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লক্ষের বেশি মানুষ ৷ ২২ টি জেলার ঘরছাড়া প্রায় ২ লক্ষ বেশি মানুষ ৷ আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে ৷ ব্রহ্মপুত্র-সহ ন’টি নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার অসমে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ আকাশপথে ঘুরে দেখলেন বন্যা কবলিত মরিগাঁও নগাঁও ও কাজ়িরাঙা এলাকা ৷ এরপর তিনি ভগতগাঁও ক্যাম্পেও যান যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন ৷
এদিন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে ৷ বন্যায় ক্ষতিগ্রস্তদের ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
advertisement
advertisement
গতকাল বন্যা বিপর্যস্ত ধুবরি ও চিরঙ জেলা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ৷ সঙ্কটের এই পরিস্থিতিতে উদ্ধার কাজে জোর দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ ত্রাণ শিবিরে চিকিৎসা পরিষেবা , পানীয় জল এবং অন্যান্য সুবিধা খতিয়ে দেখেন তিনি ৷
এবছর অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২১টি জেলার ৩ হাজারটি গ্রাম। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, NDRF, SDRF।
advertisement
বন্যার হাত থেকে রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় উদ্যোনও ৷ বন্যার জলে প্লাবিত ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ সাইটটি। কর্তৃপক্ষের দাবি, চারশো তিরিশ বর্গ কিলোমিটারের কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় সত্তর শতাংশই জলের তলায়। এই পরিস্থিতিতে উঁচু জায়গার খোঁজে কাজিরাঙা ছাড়তে শুরু করেছে জন্তুজানোয়াররা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2016 5:41 PM IST