২০ মাসের শিশু নিজে মরেও বাঁচিয়ে দিয়ে গেল ৫ জন মৃত্যুপথযাত্রী শিশুকে!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নিজের মেয়েকে হারিয়েও অন্য পাঁচ শিশুকে জীবন ফিরিয়ে দিতে পেরে চোখে জল নিয়েও স্বস্তির হাসি হাসছেন ধনিষ্ঠার বাবা-মা ।
#নয়াদিল্লি: দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হল ছোট্ট ফুটফুটে ওই মেয়েটা । যে নিজে চলে গিয়েও বাঁচিয়ে দিয়ে গেল তারই মতো আর পাঁচ শিশুকে । এ বার থেকে সেই পাঁচ শিশুর মধ্যে দিয়ে বেঁচে থাকবে সে । নিজের মেয়েকে হারিয়েও অন্য পাঁচ শিশুকে জীবন ফিরিয়ে দিতে পেরে চোখে জল নিয়েও স্বস্তির হাসি হাসছেন ধনিষ্ঠার বাবা-মা ।
২০ মাসের ধনিষ্ঠা দিল্লির রোহিনী এলাকার বাসিন্দা । ৮ জানুয়ারি নিজের বাড়ির একতলার ব্যালকনি থেকে নীচে পড়ে যায় সে । সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে । কিন্তু চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও ১১ জানুয়ারি তার ব্রেন ডেইথ ঘোষণা করা হয় । যদিও তারপরেও ধনিষ্ঠার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তার বাবা-মা ।
advertisement
এরই মধ্যে তাঁদের সঙ্গে পরিচয় হয় অসহায় ওই শিশুদের বাবা-মায়ের । চোখের সামনে তাঁরা দেখেন, অঙ্গপ্রতিস্থাপন হচ্ছে না বলে কত বাবা-মা চোখের জল ফেলছেন । তখনই তাঁরা স্থির করেন, তাঁদের মেয়েকে কবর দিয়ে বা পুড়িয়ে না ফেলে তার অঙ্গ দান করবেন তাঁরা । এ বিষয়ে শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডঃ ডিএস রানার সঙ্গে কথা বলেন ধনিষ্ঠার বাবা আশীষ কুমার । তিনি জানান, মেয়ের অঙ্গদান করতে চান তিনি । আশীষবাবুর এ কথা শুনে সকলেই একবাক্যে রাজি হন । তিনি বলেন, ‘‘প্রতি মিলিয়নে ০.২৬ শতাংশ অঙ্গদান হয় । প্রতি বছর ৫ লাখ মানুষ মারা যান অঙ্গ না পেয়ে ।’’
advertisement
advertisement
মস্তিষ্ক ছাড়া ধনিষ্ঠার অন্য অঙ্গগুলি দারুণভাবে কাজ করছে । তাঁর হৃদপিণ্ড, লিভার, দু’টি কিডনি, কর্নিয়া দান করা হয়েছে । কিনডি দেওয়া হয়েছে একজন প্রাপ্তবয়ষ্ককে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2021 9:10 AM IST