ভোটের মুখেই ফের কালোটাকা ! সিমেন্টের কারখানা থেকে উদ্ধার ২০কোটি

  • Last Updated :
  • Share this:

    #ভেলোর: সিমেন্টের কারখানা থেকে উদ্ধার কোটি কোটি টাকার কালোটাকা ৷ যার একত্রিত মূল্য ২০কোটি টাকা ৷ তামিলনাড়ুর ভেলোরের একটি কারখানা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ কালোটাকা ৷

    গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার সকালে ভেলোরের একটি সিমেন্টের কারখানায় অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকেরা ৷ এই সিমেন্টের কারখানাটির আংশিক মালিকানা ডিএমকে নেতা দুরাই মুরুগানের অধীনে রয়েছে ৷ জানা গিয়েছে, ২০ কোটি টাকার সবটাই ২ হাজার টাকার নোট ৷ বেশ কয়েকটি স্যুটকেসের মধ্যে থরে থরে সাজানো ছিল নোটগুলি ৷

    আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দুরাই মুরুগানের ছেলে কাধির আনন্দ ভেলোর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ সম্ভবত, ভোটারদের গোপনে টাকা বিলি করার জন্যই এই টাকা মজবুত রাখা হয়েছিল ৷

    First published:

    Tags: Black money, Tamilnadu