সাতসকালে পুলওয়ামার অবন্তীপোরায় সেনা-জঙ্গির গুলির লড়াই, খতম ৩ সন্ত্রাসবাদী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এদের মধ্যে ২ জঙ্গির পরিচয় জানা যায়নি
#শ্রীনগর: লকডাউনের মধ্যে ফের পুলওয়ামা জেলার স্থানীয়দের ঘুম ভাঙল গুলির আওয়াজে। শনিবার ভোর হতে না হতেই গুলির লড়াই শুরু হয় সেনা ও সন্ত্রাসবাদীর মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় শুরু হয় এনকাউন্টার। সেনার গুলিতে খতম হয়েছে মোট ৩ সন্ত্রাসবাদী। এদের মধ্যে ২ জঙ্গির পরিচয় জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এনকাউন্টার এখনও চলছে বলে জানা গিয়েছে। একজন সন্ত্রাসবাদী এখনও গুলি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাদের উপরে। এলাকায় এখনও সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা। গোরিপোরা এলাকায় ২-৩ সন্ত্রাসবাদী লুকিয়ে ছিল। খবর পাওয়া মাত্রই অভিযানে সেনাবাহিনী। তল্লাশি চালানোর সময়েই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় নিরাপত্তাবাহিনীও।
advertisement
#WATCH Jammu and Kashmir: 2 terrorists & 1 terrorist associate killed in an encounter with security forces at Goripora Area of Awantipora in Pulwama district. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/bY41lkwcFp
— ANI (@ANI) April 25, 2020
advertisement
গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরে প্রায়শই চলছে পুলিস ও জঙ্গিদের খণ্ডযুদ্ধ। কয়েক সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরে নাশকতার ছককে ভেস্তে দিয়ে ৪ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করেছিল সেনা।বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনী নিকেশ করে ছিল দুই জঙ্গিকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2020 9:17 AM IST