#শ্রীনগর: ফের উত্তপ্ত সীমান্ত ৷ এবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে একটি স্কুলবাসের উপর হামলা চালাল হামলাকারিরা ৷ নির্বিচারে চলল পাথর ছোঁড়া ৷ হামলার নিশানায় ছিল সেনা এবং নিরাপত্তাকর্মীরাও ৷ এই ঘটনায় দু’জন স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, সোপিয়ানের জাভোরা এলাকার রেনবো হাইস্কুলের একটি বাসের উপর হামলা চালায় দুষ্কৃতিরা ৷ বাসের ভিতরে থাকা দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়া গুরুতর আহত হয়েছে ৷ তার মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই পড়ুয়া ৷
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ টুইট করে তিনি জানিয়েছেন,
Shocked & angered to hear of the attack on a school bus in Shopian. The perpetrators of this senseless & cowardly act will be brought to justice.
— Mehbooba Mufti (@MehboobaMufti) May 2, 2018
How does pelting stones on school children or tourist buses help advance the agenda of these stone pelters? These attacks deserve our unequivocal condemnation & this tweet is mine. https://t.co/cncux82E6k — Omar Abdullah (@OmarAbdullah) May 2, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir, Shopian, Stone-pelter