#পাঠানকোট: প্রায় ৬২ ঘণ্টার লাগাতার সেনা অভিযানের পর এখনও জঙ্গি মুক্ত নয় পাঠানকোট বিমানঘাঁটি ৷ এখনও বিমানঘাঁটির ভেতর থেকে ভেসে আসছে ক্রমাগত গুলির আওয়াজ ৷ সেনা সূত্রে খবর, আরও ২ জঙ্গি আত্মগোপন করে রয়েছে বিমানঘাঁটির ভেতর ৷ অথচ সোমবারই এনএসজি-বায়ুসেনা আধিকারিকরা যৌথ সাংবাদিক বৈঠকে জানান, সেনা অভিযান এখন শেষ পর্যায়ে ৷ আত্মগোপন করে থাকা দুই জঙ্গি মারা গিয়েছে ভারতীয় সেনার হাতে ৷ এই নিয়ে মোট ছ’জন জঙ্গির মৃত্যু হল ৷
সোমবার বিকেলেই সেনাবাহিনী ট্যাঙ্কার দিয়ে উড়িয়ে দেয় জঙ্গিদের আত্মগোপন করে থাকার স্থানটি ৷ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় দুই আত্মঘাতী পাক জঙ্গির মৃতদেহ ৷ সেনা আধিকারিকরা অনুমান করেছিলেন, বিমানঘাঁটিতে আর কোনও জঙ্গি লুকিয়ে নেই ৷ তবু পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাঁরা ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার জন্য চিরুণি তল্লাশি জারি রেখেছিলেন ৷ এমন সময়ে তাঁদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সেনাবাহিনীর দিকে ছুটে আসে গুলি ৷ খোঁজ মেলে আরও দুই জঙ্গির ৷ পঞ্জাব পুলিশ সূত্রে খবর, জীবিত দুই জঙ্গি আশ্রয় নিয়েছে এয়ারফোর্স স্টেশনে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী বিমানঘাঁটিতে এখনও চলছে সেনা অভিযান ৷ ইতিমধ্যে, পাঠানকোট হামলায় ৩টি এফআইআর দায়ের করেছে এনআইএ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fresh Firing, Indian Air Force, Militant Killed, NSG, Pathankot Airbase, Pathankot Attack