#শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসের সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা ৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি ৷
শ্রীনগর খোনমোহ গ্রামের এক বাসিন্দার বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ গোপন সূত্রে খবর পেতেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী ৷ দু’পক্ষেই শুরু হয় তুমুল গুলির লড়াই ৷ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও ৷
শ্রীনগর জুড়ে টহলদারি চালাচ্ছে ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ বাহিনী ৷ খোনমোহ গ্রামটি খালি করে দেওয়া হয়েছে ৷ চলছে চুলচেরা তল্লাশি ৷ কোনও জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রয়েছে সেটির খোঁজ করছে পুলিশ ৷
নিকেশ দুই জঙ্গি জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, গত শুক্রবার অনন্তনাগে টহলদারি চালাচ্ছিল পুলিশ ৷ সেই সময়ই টহলদার বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা ৷ এরপরই খোনমোহ গ্রামে আশ্রয় নেয় জঙ্গিরা ৷ পুলিশ সূত্রে এমনটাই খবর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srinagar