জাল্লিকাট্টুতে ষাঁড়ের গুতোয় মৃত ২, আহত ৫০

Last Updated:

তামিলভূমে জাল্লিকাট্টু ফিরতেই দুর্ঘটনা। পুদুকোট্টাই ও মাদুরাইতে মৃত দুই। আহত কমপক্ষে পঞ্চাশ।

#চেন্নাই: তামিলভূমে জাল্লিকাট্টু ফিরতেই দুর্ঘটনা। পুদুকোট্টাই ও মাদুরাইতে মৃত দুই। আহত কমপক্ষে পঞ্চাশ। কেন্দ্রের অর্ডিন্যান্স জারির পরে রবিবার অবশেষে শুরু হল জাল্লিকাট্টু ৷
বহু বিক্ষোভ, আন্দোলনের পর জাল্লিকাট্টুর শুরুতেই ছন্দপতন তামিলনাড়ুতে ৷ পুদুকোট্টাই ও মাদুরাইতে ষাঁড়ের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা গেলেন দুই জন ৷ এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৫০ ৷ এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল্লিকাট্টু নিয়ে অব্যাহত বিক্ষোভ ৷
রবিবার বিক্ষোভ-আন্দোলনের জেরে আল্লানগানাল্লুতে জাল্লিকাট্টুর উদ্বোধনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী পন্নীরসেলভম ৷ আন্দোলনকারীদের দাবি, অর্ডিন্যান্স নয়, আইন পরিবর্তন করে জাল্লিকাট্টু উৎসব পালনের অনুমতি দেওয়া হোক ৷ এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন বহু মানুষ ৷ একইসঙ্গে যুক্ত হয় PETA নিষিদ্ধ ঘোষণা করার দাবি ৷ বিক্ষোভের জেরে রবিবার বাতিল হয়েছে ১৯টি ট্রেন ৷
advertisement
advertisement
পোঙ্গল উপলক্ষে আইনি বাধায় লাগাতার তিন বছর জাল্লিকাট্টু পালন করতে পারেনি তামিলনাড়ুর বাসিন্দারা ৷ জাল্লিকাট্টু নিষিদ্ধ হওয়ায় তামিল ভাবাবেগে আঘাত লাগে৷ এর ফলে বিক্ষোভে রাস্তায় নামেন তামিল ভূমির বাসিন্দারা ৷ বেশ কয়েকদিন ধরে মেরিনা বিচে জাল্লিকাট্টুর দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন বহু মানুষ ৷ জাল্লিকাট্টুর সমর্থনে এগিয়ে আসেন তারকারাও ৷ প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে জাল্লিকাট্টুকে বৈধ করতে অর্ডিন্যান্স জারি করা হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জাল্লিকাট্টুতে ষাঁড়ের গুতোয় মৃত ২, আহত ৫০
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement