জাল্লিকাট্টুতে ষাঁড়ের গুতোয় মৃত ২, আহত ৫০

Last Updated:

তামিলভূমে জাল্লিকাট্টু ফিরতেই দুর্ঘটনা। পুদুকোট্টাই ও মাদুরাইতে মৃত দুই। আহত কমপক্ষে পঞ্চাশ।

#চেন্নাই: তামিলভূমে জাল্লিকাট্টু ফিরতেই দুর্ঘটনা। পুদুকোট্টাই ও মাদুরাইতে মৃত দুই। আহত কমপক্ষে পঞ্চাশ। কেন্দ্রের অর্ডিন্যান্স জারির পরে রবিবার অবশেষে শুরু হল জাল্লিকাট্টু ৷
বহু বিক্ষোভ, আন্দোলনের পর জাল্লিকাট্টুর শুরুতেই ছন্দপতন তামিলনাড়ুতে ৷ পুদুকোট্টাই ও মাদুরাইতে ষাঁড়ের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা গেলেন দুই জন ৷ এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৫০ ৷ এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল্লিকাট্টু নিয়ে অব্যাহত বিক্ষোভ ৷
রবিবার বিক্ষোভ-আন্দোলনের জেরে আল্লানগানাল্লুতে জাল্লিকাট্টুর উদ্বোধনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী পন্নীরসেলভম ৷ আন্দোলনকারীদের দাবি, অর্ডিন্যান্স নয়, আইন পরিবর্তন করে জাল্লিকাট্টু উৎসব পালনের অনুমতি দেওয়া হোক ৷ এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন বহু মানুষ ৷ একইসঙ্গে যুক্ত হয় PETA নিষিদ্ধ ঘোষণা করার দাবি ৷ বিক্ষোভের জেরে রবিবার বাতিল হয়েছে ১৯টি ট্রেন ৷
advertisement
advertisement
পোঙ্গল উপলক্ষে আইনি বাধায় লাগাতার তিন বছর জাল্লিকাট্টু পালন করতে পারেনি তামিলনাড়ুর বাসিন্দারা ৷ জাল্লিকাট্টু নিষিদ্ধ হওয়ায় তামিল ভাবাবেগে আঘাত লাগে৷ এর ফলে বিক্ষোভে রাস্তায় নামেন তামিল ভূমির বাসিন্দারা ৷ বেশ কয়েকদিন ধরে মেরিনা বিচে জাল্লিকাট্টুর দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন বহু মানুষ ৷ জাল্লিকাট্টুর সমর্থনে এগিয়ে আসেন তারকারাও ৷ প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে জাল্লিকাট্টুকে বৈধ করতে অর্ডিন্যান্স জারি করা হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জাল্লিকাট্টুতে ষাঁড়ের গুতোয় মৃত ২, আহত ৫০
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement