মুম্বইয়ের ধারাভিতে করোনায় আক্রান্ত ১ ব্যক্তি, কখনই তিনি যাননি বিদেশে !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
এবার মু্ম্বইয়ের ধারাভিতে করোনার থাবা ৷ খবর অনুযায়ী, ধারাভির বাসিন্দা ৫৬ বছরের এক কাপড় ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে ৷
#মুম্বই: এবার মু্ম্বইয়ের ধারাভিতে করোনার থাবা ৷ খবর অনুযায়ী, ধারাভির বাসিন্দা ৫৬ বছরের এক কাপড় ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে ৷
জানা গিয়েছে, ২৩ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন ব্যক্তি ৷ সঙ্গে করোনার উপসর্গও ছিল ৷ অসুস্থ হওয়ার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন আক্রান্ত এই ব্যক্তি ৷ চিকিৎসকের কথাতেই ২৯ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি ৷ বুধবার অর্থাৎ ১ এপ্রিল মেডিক্যাল টেস্টে ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত ৷ এও জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির কোথাও ট্র্যাভেল করেননি
advertisement
অন্যদিকে, তাঁর করোনা আক্রান্ত হওয়ার পরেই গোটা ধারাভি জুড়ে তুমুল সতর্কতা জারি ৷ যেহেতু মুম্বইয়ের এই ধারাভি এলাকায় বসবাস করেন প্রচুর মানুষজন, তাই এই এলাকায় সাবধানতা নিয়ে একটু বেশি উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন৷ সঙ্গে আক্রান্ত ব্যক্তির পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ ধারাভির অন্যান্য বাসিন্দাদেরও বলা হয়েছে, ঘর থেকে না বের হতে এবং সাবধানতা অবলম্বন করতে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2020 10:19 PM IST