১৮ মাসের ছোট্ট মেয়ে বাঁচিয়ে গেল দুজনের জীবন! 'মাহিরা' না থেকেও পেল অমরত্ব

Last Updated:

AIIMS NEWS: ১৮ মাসের মেয়ের জন্য বেঁচে গেল দুটি শিশুর জীবন। এই পৃথিবীতেই থেকে গেল মাহিরা।

#নয়াদিল্লি: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ফের এক বিরল ঘটনা। ব্রেন ডেড ঘোষণা করা হয়েছিল ১৮ মাস বয়সী মেয়ের। আর সেই ছোট্ট মেয়ের পরিবারের লোকজন তার অঙ্গ দান করে দুই রোগীকে নতুন জীবন দিয়েছে।
হরিয়ানার মেওয়াতের বাসিন্দা মাহিরা ৬ নভেম্বর বাড়ির বারান্দা থেকে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে AIIMS ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা হাজার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
আরও পড়ুন- 'টিকিট না দিলে নামব না!' হাইটেনশন টাওয়ারে উঠে হুমকি আপ নেতার
মাহিরা নামের ওই মেয়ের মস্তিষ্কে গভীর ক্ষতি হয়েছিল। AIIMS-এর নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ দীপক গুপ্তা জানিয়েছেন, ১১ নভেম্বর সকালে মাহিরাকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। তিনি বলছিলেন, তার লিভার ইনস্টিটিউট অফ কিডনি অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস) এ ছয় মাস বয়সী একটি ছেলের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। তার দুটি কিডনিই সফলভাবে AIIMS-এ ১৭ বছর বয়সী একটি ছেলের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে।
advertisement
advertisement
ডাঃ দীপক গুপ্তা আরও জানান, মাহিরার কর্নিয়া এবং হার্টের ভাল্ব পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছে। এর আগে ১৬ মাস বয়সী রিশান্তের অঙ্গ প্রতিস্থাপন করেছিল এইমস। মাহিরা গত ছমাসে এইমস ট্রমা সেন্টারে অঙ্গ দান করা তৃতীয় শিশু।
ডাঃ গুপ্তা বলছিলেন, রোলি প্রথম, তার পরে ১৬ মাস বয়সী রিশান্ত, যার অঙ্গ আগস্টে ওর পরিবার দান করেছিল। কাউন্সেলিং চলাকালীন মাহিরার বাবা-মাকে রোলির গল্প বলা হয়। অন্যের জীবন বাঁচাতে অঙ্গদানের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন তাঁরা। এর পর তাঁরা মাহিরার অঙ্গ দান করতে রাজি হন।
advertisement
এর আগে ১৬ মাসের রোলির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি - হার্ট, লিভার, কিডনি এবং কর্নিয়া দান করেছিলেন তার পরিবারের লোকজন। রোলিকেও ব্রেন ডেথ বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।
আরও পড়ুন- ক্ষমতায় এলেই গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদল, ঘোষণা কংগ্রেসের
অধ্যাপক দীপ গুপ্তা বলেছেন, উচ্চতা থেকে পড়ে ভারতে বহু শিশুর মৃত্য়ু হয়। প্রতিটি বাড়িতে শিশুদের জন্য বারান্দার গার্ডওয়াল-এর উচ্চতা দ্বিগুণ হওয়া উচিত। তিনি বলেন, শিশুরা প্রায়ই বারান্দার রেলিংয়ে উঠে পড়ে। ঘটে যায় ভয়ঙ্কর বিপদ।
advertisement
ডাঃ গুপ্তা আরও বলেন, গ্রামীণ এলাকায় অঙ্গদান সম্পর্কে সচেতনতা যথেষ্ট নয়। এই ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে এখনও।
বাংলা খবর/ খবর/দেশ/
১৮ মাসের ছোট্ট মেয়ে বাঁচিয়ে গেল দুজনের জীবন! 'মাহিরা' না থেকেও পেল অমরত্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement