মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নিঁখোজ ১৮, জারি হাই অ্যালার্ট
Last Updated:
প্রচুর বৃষ্টিপাতের দরুণ বিপদসীমা ছাপিয়ে গিয়েছে উত্তরকাশীর একাধিক নদীর জল । জারি হয়েছে হাই অ্যালার্ট । উত্তরকাশীতে ভেসে গিয়েছে ২০টি বাড়ি
#দেহরাদুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। রবিবার, ১৮ অগাস্ট প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে উত্তরকাশী জেলা । নিঁখোজ প্রায় ১৮ । মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলা দফতরকে অবিলম্বে উদ্ধারকাজে নামার নির্দেশ দিয়েছেন ।
এছাড়া সতর্ক করা হয়েছে ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশ , জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর । মেঘভাঙা বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে গঙ্গোত্রী জাতীয় সড়কও ।
প্রচুর বৃষ্টিপাতের দরুণ বিপদসীমা ছাপিয়ে গিয়েছে উত্তরকাশীর একাধিক নদীর জল । জারি হয়েছে হাই অ্যালার্ট । উত্তরকাশীতে ভেসে গিয়েছে ২০টি বাড়ি ।
advertisement
advertisement
#WATCH Tons river in Uttarkashi's Mori tehsil overflows following cloudburst in the area. Teams of ITBP, SDRF and NDRF engaged in rescue and evacuation. #Uttarakhand pic.twitter.com/fOpE6J30Kg
— ANI (@ANI) August 18, 2019
আবহাওয়া দফতরের তরফ থেকে আগামি ৩ দিন অতিভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ।
Location :
First Published :
August 18, 2019 4:19 PM IST