মক্কায় মৃতদের তালিকায় ১৮ জন ভারতীয়

Last Updated:

মৃতদের তালিকায় বাড়ছে ভারতীয়দের নামও৷ শনিবার পর্যন্ত সৌদি আরব প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, মক্কায় হজ দুর্ঘটনার মৃতের তালিকায় রয়েছেন ১৮ জন ভারতীয়।

#নয়াদিল্লি:  বৃহস্পতিবার  মক্কার পদপিষ্ট ঘটনার পর কেটে গিয়েছে দু’দিন। মৃতদের তালিকা প্রতিদিনই বাড়ছে ৷ কতজন মানুষ ওই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছেন, সেই সংখ্যাটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে গোটা বিশ্বের কাছেই ৷ মৃতদের তালিকায় বাড়ছে ভারতীয়দের নামও৷ শনিবার পর্যন্ত সৌদি আরব প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, মক্কায় হজ দুর্ঘটনার মৃতের তালিকায় রয়েছেন ১৮ জন ভারতীয়। এদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়ে দিয়েছেন, মক্কায় মৃত হজযাত্রীদের মধ্যে ১৮ জন ভারতীয়। মৃতদের মরদেহ ইতিমধ্যেই দেশে ফিরিয়ে নিয়ে আসার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার কথাও সরকার ভাবছে বলে এদিন জানান তিনি।
গত বৃহস্পতিবার ইদ-উল আজহার পবিত্র মুহূর্তের সাক্ষী থাকতে বিশ্বের লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেছিলেন মক্কা সংলগ্ন মিনায়। বেলা বাড়তে সেই মিনাই হয়ে ওঠে মৃত্যুপুরী। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় ৭১৭ জন হজযাত্রীর। আহত হাজারেরও বেশি। তদন্তে উঠে আসছে, শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়ে পালিয়ে আসার ধর্মীয় রীতি পালনের সময়ই বিপত্তি ঘটে। জামারত ব্রিজ ধরে দু’দিকের মানুষ একে অপরের দিকে ছুটতে শুরু করে। সেই সময়ই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় হজ যাত্রীদের। 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মক্কায় মৃতদের তালিকায় ১৮ জন ভারতীয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement