৪০ জন নার্সারি পড়ুয়াকে অন্ধকার ঘরে আটকে রাখল স্কুল, আসল কারণ জানলে শিউরে উঠবেন

Last Updated:
#নয়াদিল্লি: ৪০ জন নার্সারির খুদে পড়ুয়াকে অন্ধকার ঘরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে ‘শাস্তি’ দিল দিল্লির এক স্কুল ৷ তবে কোন অপরাধে খুদেদের এমন গুরুতর শাস্তি পেতে উঠল জানলে শিউরে উঠবেন ৷ ওই বাচ্চাগুলোর ‘অপরাধ’ শুধু এটুকুই ছিল যে, তাদের অভিভাবকেরা সময়মতো স্কুলের ফি জমা করতে পারেননি ৷
৪০ জন কেজি ও নার্সারির বাচ্চার সঙ্গে এমনই অমানবিক ব্যবহারের অভিযোগ উঠেছে দিল্লির রাবিয়া গার্লস পাবলিক স্কুলের বিরুদ্ধে ৷ ওই স্কুলের কেজি ও নার্সারির ১৬ জন পড়ুয়ার অভিভাবক থানায় অভিযোগ জানান যে, সময়মতো স্কুলের ফি জমা না পড়ায় তাদের এবং আরও ২৪ জন লোয়ার কিন্ডারগার্ডেনের ৪ থেকে ৬ বছরের বাচ্চাকে অন্ধকার বেসমেন্টে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় ৷ শুধু তাই নয়, বাচ্চাদের আতঙ্কিত করতে বেসমেন্টে সমস্ত পাখা ও হাওয়া ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
৪০ ডিগ্রি গরমে, অন্ধকারে, আতঙ্কে বাচ্চারা চিৎকার করে কাঁদতে থাকলেও রেহাই মেলেনি ৷ ৬ ঘণ্টা বাদে মুক্তি পাওয়ার পর অধিকাংশ বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের ৷ এমনকি সমস্ত বাচ্চাদের মনে তৈরি হয়েছে মারাত্মক আতঙ্ক ৷
advertisement
ঘটনার কথা সামনে আসতে ছড়ায় চাঞ্চল্য ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকার করেন ৷ ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷ উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও ঘটনার কথা জানতে পেরে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৪০ জন নার্সারি পড়ুয়াকে অন্ধকার ঘরে আটকে রাখল স্কুল, আসল কারণ জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement