বিহারে এনসেফেলাইটিসে মৃত্যুমিছিল, শিশুমৃত্যু বেড়ে ১২৫
Last Updated:
#বিহার: বিহারে এনসেফেলাইটিসের প্রকোপ, অব্যাহত মৃত্যু মিছিল। গত ১৬ দিনে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১২৫ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩০০ শিশু। মুজফফরপুরে এনসেফেলাইটিসে মৃত শিশুর সংখ্যা ১০১ , হাজিপুরে মৃত ১১ জন শিশু, সমস্তিপুরে মৃত্যু ৫ শিশুর, পটনা, বেগুসরাই, নবাদাতে মৃত্যু ৩ শিশুর।

advertisement
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮৩জন শিশুর মৃত্যু হয়েছে। কেজরিওয়াল হাসপাতালে মৃত্যু হয়েছে ১৭জন শিশুর। এদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের কম । প্রাথমিকভাবে প্রচণ্ড জ্বর, খিঁচুনি ও মাথা ব্যাথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুদের। রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে হাইপোগ্লাইসেমিয়া বা নিম্ন মাত্রার ব্লাড সুগারের জন্যই এই রোগের সূত্রপাত। কিন্তু এই বক্তব্য মানতে নারাজ চিকিৎসক মহল ।তাঁদের মতে নিজেদের গাফিলতি ঢাকতেই এহেন বিবৃতি দিয়েছে রাজ্য সরকার ।
advertisement
advertisement

দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2019 2:32 PM IST