এবার ATM থেকে তুলতে পারবেন যত খুশি টাকা

Last Updated:

এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়াল RBI ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে সারা দেশজুড়ে দেখা দেয় নোটের আকাল ৷ ৮ নভেম্বর রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০-এর নোট ৷ দেশে কালো টাকা ও জাল টাকা আটকাতে মোদি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে উত্তাল হয়ে উঠে দেশ ৷ কার্যত দু’ভাগে ভাগ হয়ে যায় রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ ৷ নোট বাতিল নিয়ে নানা মুনির নানা মত ৷
নোট বাতিলের চরম হয়রানির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ৷  ব্যাঙ্কে লম্বা লাইন। এটিএমে নো ক্যাশ বোর্ড। টাকার খোঁজে বদলে গিয়েছিল প্রতিদিনের চেনা রুটিন। ব্যাঙ্কের পথেই প্রাতঃভ্রমণ। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে কাটাতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা ৷ নট বাতিলের পর প্রায় তিন মাস হতে চলেছে ৷ সাধারণ মানুষের জন্য এবার স্বস্তির বার্তা নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক ৷
advertisement
এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়াল RBI ৷ ১০ হাজার টাকার বদলে এবার এটিএম থেকেই তোলা যাবে ২৪ হাজার টাকা ৷ পয়লা ফেব্রুয়ারি অথার্ৎ আজ থেকেই লাগু হতে চলেছে নয়া নিয়ম ৷ এবার একাধিকবার টাকা তোলার ক্ষেত্রেও কোনও বাধা রইল না ৷
advertisement
এবার এটিএম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যত বার খুশি টাকা তোলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না ৷ একইসঙ্গে এবার থেকে এটিএম থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা তুলতে পারা যাবে বলে জানিয়েছে RBI ৷ পূর্ব নিয়ম অনুসারে, সপ্তাহে এটিএম-এর মাধ্যমে মাত্র ১০ হাজার টাকাই তোলা যেত ৷ কিন্তু সেভিংস অ্যাকাউন্টেও সপ্তাহে সর্বোচ্চ টাকা তোলার সীমা অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ATM থেকে তুলতে পারবেন যত খুশি টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement