উত্তরপ্রদেশ নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী মুলায়মের পুত্রবধূ, সম্পত্তির পরিমাণ ২৩ কোটি

Last Updated:

এবারের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত সবথেকে ধনী কোন প্রার্থী জানেন ?

#লখনউ: নির্বাচন নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতির মঞ্চ ৷ প্রথমে ভোট চিহ্ন ‘সাইকেল’ নিয়ে অখিলেশ ও মুলায়ম সিং যাদবের মধ্যে টক্কর ৷ আর তারপরই সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেস জোট ! সব মিলিয়ে গোটা দেশের নজর এখন উত্তর প্রদেশের দিকেই ৷
সাত দফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে উত্তরপ্রদেশে ৷ আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ চলছে ৷ এবারের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত সবথেকে ধনী কোন প্রার্থী জানেন ? তিনি আর কেউ নয় মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব ৷  লখনউ ক্যান্টনমেন্ট থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন অর্পণা ৷
advertisement
সোমবার তৃতীয় দফার মনোনয়ন পত্র জমা নেওয়ার সময় এই তথ্যটি প্রকাশ্যে এসেছ ৷ মনোনয়ন পত্র অর্পণা ২২.৯৫ কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন ৷ এর মধ্যে রয়েছে ৫.২৩ টাকার বিলাসবহুল ল্যাম্বার্জিনি গাড়িও ৷
advertisement
অর্পণা ছাড়া সোমবার আরও ৭৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ এদের মধ্যে রয়েছেন বিএসপি, বিজেপি ও বাকি দলের প্রার্থীরাও রয়েছেন ৷ অর্পণার ঘোষিত সম্পত্তির মধ্যে রয়েছে ৩.২৭ কোটি টাকার অস্থাবর ও ১২.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি ৷
advertisement
এছাড়া তিনি জানিয়েছেন তার স্বামী প্রতীক যাদবের ২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ পাশাপাশি তার ৮ কোটি টাকার ঋণও রয়েছে ৷ লখনউ ক্যান্টনমেন্ট থেকে মূলত বিজেপি প্রার্থী রীতা বহুগুনা যোশী তার বিরুদ্ধে লড়চ্ছেন ৷ রীতার ২.১১ কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশ নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী মুলায়মের পুত্রবধূ, সম্পত্তির পরিমাণ ২৩ কোটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement