Torture on Minor Girl: অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় ১২ বছরের ধর্ষিতা আশ্রয়ের খোঁজে দরজায়! তাড়িয়ে দিল অমানবিক শহর

Last Updated:

Torture on Minor Girl: ওই অবস্থাতেই এক আশ্রমে পৌঁছয় বালিকা

ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে ওই বালিকা ধর্ষিতা হয়েছে
ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে ওই বালিকা ধর্ষিতা হয়েছে
উজ্জয়িনী : পরনে নামমাত্র আচ্ছাদন। সেই অবস্থাতেই অর্ধনগ্ন ও রক্তাক্ত ১২ বছরের বালিকা ঘুরল এক দরজা থেকে অন্য দরজায়। দরজায় গিয়ে সাহায্যের আর্জি জানায় নিগৃহীতা। তাকে দেখে সাহায্য তো দূর অস্ত্। উল্টে এক ব্যক্তি রীতিমতো তাড়িয়েই দেয় তাকে। মর্মান্তিক এই ছবি ধরা পড়েছে সিসিটিভি-তে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর থেকে ১৫ কিমি দূরে বাড়নগরের রাস্তায়।
সমাজমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বালিকার নিদারুণ পরিণতির ভিডিও। জানা গিয়েছে শেষ পর্যন্ত ওই অবস্থাতেই এক আশ্রমে পৌঁছয় বালিকা। তাকে দেখে যৌন নির্যাতনের শিকার বলে সন্দেহ হয় আশ্রমের পুরোহিতের। তিনি তোয়ালে দিয়ে জড়িয়ে বালিকাকে নিয়ে যান জেলা হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে ওই বালিকা ধর্ষিতা হয়েছে।
অত্যাচারিতার আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত ইনদওরে পাঠানো হয়। তার জন্য রক্তদান করেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ আধিকারিকদের নিজের নাম ঠিকানা ঠিকমতো বলতে পারেনি সে।
advertisement
advertisement
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় অপরাধীর বিরুদ্ধেই পকসো ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। উজ্জয়িনীর পুলিশ প্রধান সচিন শর্মা জানিয়েছেন দ্রুত অপরাধীকে শনাক্ত করার জন্য বিশেষ তদন্ত দল বা সিট তৈরি করা হয়েছে। পুলিশের আবেদন সাধারণ মানুষের কাছে তাঁরা যেন তথ্য দিয়ে তদন্তে সাহায্য করেন। নামঠিকানা ঠিকমতো বলতে না পারলেও উচ্চারণের ধরন থেকে পুলিশের ধারণা ওই বালিকা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকার বাসিন্দা। অপরাধীকে দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে।
advertisement
এই ঘটনায় আরও একবার বেআব্রু হয়ে গেল মধ্যপ্রদেশে নারীদের নিরাপত্তার অভাবের দিকটি। ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে দেশে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে সবথেকে বেশি নারী নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২১ সালে সবথেকে বেশি ধর্ষণের অভিযোগও দায়ের হয়েছে মধ্যপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ডেটা অনুযায়ী এই সংখ্যা ৬ হাজার ৪৬২। তাদের মধ্যে অর্ধেকের বেশি ভুক্তভোগী নাবালিকা। এই পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ১৮ জন মহিলা ধর্ষিতা হন।
বাংলা খবর/ খবর/দেশ/
Torture on Minor Girl: অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় ১২ বছরের ধর্ষিতা আশ্রয়ের খোঁজে দরজায়! তাড়িয়ে দিল অমানবিক শহর
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement