ভেঙে পড়ল ওড়িশার মহানদী নদীর ওপর ব্রিজ ! মৃত ১২

Last Updated:
#ওড়িশা: ভেঙে পড়ল মহানদী নদীর ওপর ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২, আহত একাধিক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ জন যাত্রীবাহি বাসটি তালচের-এর কোলিয়ারি অঞ্চল থেকে কটকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জগৎপুরের কাছে, ব্রিজের উপর, হঠাৎ করেই বাসের সামনে একটি মোষ চলে আসে! চালক আচমকা ব্রেক মারায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে বাসটি । সিমেন্টের রেলিং ভেঙে সোজা ৩০ ফিট নীচে, নদীর চড়ে পড়ে যায় যাত্রীবোঝাই বাস।
advertisement
পুলিশের ডিআইজি রমেশ প্রসাদ শর্মা জানিয়েছেন, ''দুর্ঘটনায় ১২জন যাত্রীর মৃত্যু হয়েছে।''
advertisement
কটক পুলিশের ডেপুটি কমিশনার অখিলেশ সিং জানান, '' বাসটি নদীর যে অংশে পড়ে, সেখানে চড়া পড়ে থাকায় আহতের সংখ্যা বেড়েছে।''
আহতদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী নবীন পটনায়েক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেন।
advertisement
ওড়িশার ফায়ার সার্ভিস ডিরেক্টার জেনারেল বি কে শর্মা জানান, '' স্থানীয়রা বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। কিন্তু অন্ধকার থাকায় উদ্ধারকার্যে বাধা আসে। একইসঙ্গে নদীর চড়ের ওই অংশে নৌকায় করে যেতেও সমস্যা হচ্ছিল।'' ৪০-এর বেশি অগ্নিনির্বাপক কর্মী উদ্ধারকার্য চালাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভেঙে পড়ল ওড়িশার মহানদী নদীর ওপর ব্রিজ ! মৃত ১২
Next Article
advertisement
West Bengal Weather Update: পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
  • পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ

  • বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement