৬মাসের মাতৃত্বকালীন ছুটি, চাকরি খোয়াতে পারেন ১১-১৮ লক্ষ মহিলা, দাবি সমীক্ষায়

Representative Photo

Representative Photo

মাতৃত্বকালীন ছুটির ফলে চাকরির বাজার কমছে মহিলাদের ৷ ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ১১ থেকে ১৮ লক্ষ মহিলার চাকরি হারাতে চলেছেন বলেই উঠে আসছে একটি সমীক্ষায় ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: মাতৃত্বকালীন ছুটির ফলে চাকরির বাজার কমছে মহিলাদের ৷ ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ১১ থেকে ১৮ লক্ষ মহিলার চাকরি হারাতে চলেছেন বলেই উঠে আসছে একটি সমীক্ষায় ৷ গতবছর থেকেই এই বিশেষ সুবিধা পেতে শুরু করেছেন মহিলারা ৷ সন্তানের জন্মের পর ২৬ সপ্তাহে বেতনভোগী ছুটি পেতে শুরু করেছেন দেশের মহিলারা ৷ এতে নিঃসন্দেহে সুবিধা হয়েছে মহিলাদের ৷ কিন্তু তারই বিরুপ প্রভাব পড়তে চলেছে চাকির বাজারে ৷

    আরও পড়ুনসরকারি দফতরে নিষিদ্ধ জিনস, টি-শার্ট, জারি নির্দেশিকা

    টিম লিজ নামে একটি সংস্থার পক্ষ থেকে চালানো হয় সমীক্ষা যাতে উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য ৷ বিপিও-আইটি, বিমান পরিষেবা, ই-কমার্স, ভ্রমণ সংস্থা, উৎপাদন পরিষেবার মত বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা চালায় সংস্থাটি ৷ অতীতের পরিসংখ্যান অনুযায়ী ২০০৪-০৫ থেকে ২০১১-১২এ ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়োগ কমেছে গড়ে ২৮লক্ষ ৷ এবার সেই সংখ্যাটি একবছরে বেড়ে দাঁড়াল ১১-১৮ লক্ষ ৷ যা অত্যন্তই ভীতিপ্রদ ৷

    First published:

    Tags: 26-week maternity leave, Maternity Leave