লকডাউনে টিভিতে রামায়ণ দেখেই আস্ত একখানা রামায়ণ লিখে ফেলল ১০ বছরের খুদে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
লকডাউনে দূরদর্শনে দেখানো হয়েছিল 'ক্লাসিক' হয়ে ওঠা সিরিয়াল রামানন্দ সাগরের 'রামায়ণ । ফের একবার আটের দশকের নস্টালজিয়ায় ভেসেছিল গোটা দেশ
#ওড়িশা: লকডাউনে দূরদর্শনে দেখানো হয়েছিল 'ক্লাসিক' হয়ে ওঠা সিরিয়াল রামানন্দ সাগরের 'রামায়ণ । ফের একবার আটের দশকের নস্টালজিয়ায় ভেসেছিল গোটা দেশ। সেই সময় বাকিদের মত রামায়ণ দেখেছিল ওড়িশার বাসিন্দা ১০ বছরের এক খুদে। কিন্তু সে শুধু দেখেইনি, রামায়ণের টেলি-সম্প্রচার তার মনে এমন প্রভাব ফেলল যে সে নিজেই লিখে ফেলল শিশুদের উপযোগী আস্ত একখানা রামায়ণ!
আয়ুষ কুমার খুনটিয়া নামের ছোট্ট ছেলেটি তার লেখা রামায়ণের নাম রেখেছে 'পিলাকা রামায়ণ', অর্থাৎ ছোটদের রামায়ণ। উড়িয়া ভাষায় লেখা ১০৪ পাতার রামায়ণে ফুটে উঠেছে রামের বনবাস, রাবণের সীতাহরণ, রাবণ বধ, রামের প্রত্যাবর্তন থেকে উত্তরকাণ্ড... সবই!
আয়ুষের ভাষায়, '' মার্চে লকডাউন চলাকালীন টিভিতে রামায়ণ দেখানো হচ্ছিল। সেইসময় আমার বড়জ্যাঠু বলেন, প্রতিটা এপিসোড মন দিয়ে দেখে নিজের মতো করে লিখে রাখতে। সেইমতো আমি প্রথম এপিসোড থেকেই দেখতে শুরু করি, আর প্রতিদিন ডায়রিতে লিখে রাখতে শুরু করি।''
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2021 2:46 PM IST