গুজরাতে ১০ জঙ্গির অনুপ্রবেশ, নাশকতার আশঙ্কায় জারি রেড অ্যালার্ট
Last Updated:
জঙ্গিহানার আশঙ্কা গুজরাতে ৷ শুক্রবার গুজরাতের কচ্ছ এলাকায় তিনটি পরিত্যক্ত মৌকা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা ৷ ওই নৌকাগুলির মাধ্যমেই নরেন্দ্র মোদির রাজ্যে জঙ্গিরা প্রবেশ করেছে বলে অনুমান করছে কেন্দ্রীয় অনুমান ৷
#আহমেদাবাদ: জঙ্গিহানার আশঙ্কা গুজরাতে ৷ শুক্রবার গুজরাতের কচ্ছ এলাকায় তিনটি পরিত্যক্ত মৌকা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা ৷ ওই নৌকাগুলির মাধ্যমেই নরেন্দ্র মোদির রাজ্যে জঙ্গিরা প্রবেশ করেছে বলে অনুমান করছে কেন্দ্রীয় অনুমান ৷ জাতীয় স্তরের নিরপত্তাবাহিনীর থেকে পাওয়া এরকম তথ্য পেয়ে নড়ে চড়ে বসে গুজরাত প্রশাসন ৷ গুজরাত পৌঁছল চার NSG -র দল ৷ নিরাপত্তার মোড়কে সোমনাথ মন্দিরও৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান গুজরাতে প্রায় ১০ জনের মতো লস্কর জঙ্গির অনুপ্রবেশ ঘটেছে ৷ এমনকী, ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এরকমই তথ্য দেয় পাক জাতীয় নিরাপত্তা উপরদেষ্টা ৷ রাজ্যের গুরুত্বপূর্ণ সব শহর এবং পর্যটন ক্ষেত্রগুলিকে মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। গুজরাত পুলিশের ডিআইজি পিসি ঠাকুর কেন্দ্রের বিপদ সংকেত পেতেই জরুরি বৈঠকে বসেন রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে। রাজ্য সরকারের পদস্থ কর্তারাও ঘন ঘন বৈঠকে বসছেন পরিস্থিতির মোকাবিলার জন্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2016 10:31 AM IST