পুরসভার স্কুলে আয়রন ট্যাবলেট খেয়ে মৃত্যু এক ছাত্রীর, অসুস্থ শতাধিক

Last Updated:
#মুম্বই: এবার বিতর্কের মুখে মুম্বই পুরসভা । পুরসভার দেওয়া আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পরই মৃত্যু হয়েছে পুরসভা চালিত স্কুলের এক ছাত্রীর । একই আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে প্রায় ৪৭০ জন ছাত্রী । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
advertisement
advertisement
সোমবার দিন ওই ট্যাবলেট খেয়েছিল ১২ বছরের ওই ছাত্রী । মঙ্গলবার অনুপস্থিত হলেও বুধবার আবার স্কুলে আসে সে । পরিবারের অভিযোগ বৃহস্পতিবার রাতে ক্রমাগত রক্তবমি হওয়ার ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
যদিও বৃহন্মুম্বই পুরসভার দাবি যক্ষা হওয়ার ফলে মারা গিয়েছে ওই ছাত্রী । এর আগে তার অন্য কোনও অসুখ ছিল তা জানা যায়নি ।
advertisement
গোভন্দি শহরতলিতে বৃহন্মুম্বই পুরসভা চালিত ওই স্কুলে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে ছাত্রীদের অ্যানিমিয়া প্রতিরোধে আয়রন ও ফলিক অ্যাসিডের এই ওষুধগুলি দেওয়া হয়েছিল । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে । ১৬১ জন পড়ুয়াকে নিয়ে হাসপাতালে যান তাদের অভিভাবকরা ।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট : এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
পুরসভার এক আধিকারিক জানিয়েছেন বেশ কয়েকজন অভিভাবক তার সন্তানদের মধ্যে বমি ও মাথা ধরার কথা বলেছেন । কিন্তু এই ট্যাবলেটগুলি যথাযথ পরীক্ষা করার পরই তাদের দেওয়া হয়েছিল তাই এই ঘটনার আসল কারণ ডাক্তারি পরীক্ষার পরই জানা যাবে, জানিয়েছেন ওই আধিকারিক ।
advertisement
মৃত ছাত্রীর দেহ ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট বলছে, ফুসফুসে হেমারেজের কারণেই এই মৃত্যু । ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ । চলছে রোগনির্ণয় পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরসভার স্কুলে আয়রন ট্যাবলেট খেয়ে মৃত্যু এক ছাত্রীর, অসুস্থ শতাধিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement