পুরসভার স্কুলে আয়রন ট্যাবলেট খেয়ে মৃত্যু এক ছাত্রীর, অসুস্থ শতাধিক
Last Updated:
#মুম্বই: এবার বিতর্কের মুখে মুম্বই পুরসভা । পুরসভার দেওয়া আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পরই মৃত্যু হয়েছে পুরসভা চালিত স্কুলের এক ছাত্রীর । একই আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে প্রায় ৪৭০ জন ছাত্রী । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
Mumbai: 211 students of GMMC (BMC) School No 4 in Shivaji Nagar have been admitted to Rajawadi Hospital and 36 children have been admitted to Shatabdi Hospital after consuming some tablets distributed in the school. One girl student died earlier today. #Maharashtra
— ANI (@ANI) August 10, 2018
advertisement
advertisement
সোমবার দিন ওই ট্যাবলেট খেয়েছিল ১২ বছরের ওই ছাত্রী । মঙ্গলবার অনুপস্থিত হলেও বুধবার আবার স্কুলে আসে সে । পরিবারের অভিযোগ বৃহস্পতিবার রাতে ক্রমাগত রক্তবমি হওয়ার ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
যদিও বৃহন্মুম্বই পুরসভার দাবি যক্ষা হওয়ার ফলে মারা গিয়েছে ওই ছাত্রী । এর আগে তার অন্য কোনও অসুখ ছিল তা জানা যায়নি ।
advertisement
গোভন্দি শহরতলিতে বৃহন্মুম্বই পুরসভা চালিত ওই স্কুলে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে ছাত্রীদের অ্যানিমিয়া প্রতিরোধে আয়রন ও ফলিক অ্যাসিডের এই ওষুধগুলি দেওয়া হয়েছিল । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে । ১৬১ জন পড়ুয়াকে নিয়ে হাসপাতালে যান তাদের অভিভাবকরা ।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট : এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
পুরসভার এক আধিকারিক জানিয়েছেন বেশ কয়েকজন অভিভাবক তার সন্তানদের মধ্যে বমি ও মাথা ধরার কথা বলেছেন । কিন্তু এই ট্যাবলেটগুলি যথাযথ পরীক্ষা করার পরই তাদের দেওয়া হয়েছিল তাই এই ঘটনার আসল কারণ ডাক্তারি পরীক্ষার পরই জানা যাবে, জানিয়েছেন ওই আধিকারিক ।
advertisement
মৃত ছাত্রীর দেহ ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট বলছে, ফুসফুসে হেমারেজের কারণেই এই মৃত্যু । ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ । চলছে রোগনির্ণয় পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2018 9:54 AM IST