অসমে NRC নিয়ে বড়সড় ঘোষণা করলেন মোদি

Last Updated:
#শিলচর: অসমে জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকা থেকে বাদ পড়েছেন ৪০ লক্ষ মানুষ ৷ কিন্তু কোনও ভারতীয় নাগরিকই এই তালিকা থেকে বাদ পড়বেন না ৷ অসমের শিলচরে একটি জনসভা থেকে সাধারণ মানুষকে এভাবেই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে তত্‍পর কেন্দ্র ৷ এতে অতীতে বহু সমস্যার সমাধান হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ‘এই বিল কারও ব্যক্তিগত সুবিধার জন্য নয় ৷ অতীতে যে অন্যায় হয়েছে তার সুরাহা মিলবে এই বিল মারফত ৷ কারণ একাধিক ব্যক্তির জীবন এবং অনুভূতি জড়িয়ে রয়েছে এই জাতীয় নাগরিকপঞ্জী তালিকার সঙ্গে ৷’
advertisement
একইসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় নাগরিকপঞ্জীর জেরে ৪০ লক্ষ মানুষ বাদ পড়েছে ৷ তাঁরা সমস্যার রয়েছেন ৷ কিন্তু আমি সকলকে আশ্বস্ত করছি ৷ কোনও ভারতীয় জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ পড়বে না ৷’
advertisement
প্রসঙ্গত, অসমে এনআরসি জারির সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ৷ আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷
advertisement
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে ঘিরেই প্রচার শুরু করে দিল বিজেপি ৷ অসম থেকেই নির্বাচনী প্রচারের ফিঁতে কাটলেন প্রধানমন্ত্রী ৷ আগামী ১০০ দিনে ২০টি রাজ্যে নির্বাচনী প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসমে NRC নিয়ে বড়সড় ঘোষণা করলেন মোদি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement