Nadia- উৎসবের মরসুম কাটতেই ধীরে ধীরে কমতে শুরু করেছে আনাজের দাম। স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
দিন দুয়েক আগে থেকে আনাজের দাম কিছুটা এসেছে মধ্যবিত্তের হাতের নাগালে
#নদিয়া: প্রায় দু'বছর করোনার প্রকোপ থাকার ফলে লকডাউনে গৃহবন্ধি ছিল মানুষ। কেউ চাকরি হারিয়েছেন কেউবা অর্ধেক বেতন পাচ্ছেন, কারোর ব্যবসা মন্দা। রাজ্য তথা দেশের অর্থনৈতিক অবস্থা সংকটময় হয়ে দাঁড়িয়েছিল। তার ওপর নিত্যদিন বেড়েই চলেছে জ্বালানির দাম। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলের মূল্য এই দু বছরে অনেকখানি বেড়ে গিয়েছে। এমতাবস্থায় বাজারের কাঁচামালও ছিল অগ্নিমূল্য। কয়েকদিন আগেও ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, পালং শাক ইত্যাদি আনাজের দাম ছিল আকাশছোঁয়া। তবে, দিন দুয়েক থেকে আনাজের দাম কিছুটা এসেছে মধ্যবিত্তের হাতের নাগালে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।
উৎসবের মরসুম থেকেই বাজারে আনাজের দাম ছিল আকাশ ছোঁয়া। কিছুদিন আগে পর্যন্ত শীতকালীন সবজির বাজার দরে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ। আনাজের পাশাপাশি ভোজ্যতেল এবং রান্নার গ্যাসের দামও বেড়ে গিয়েছিল অনেকখানি। উৎসবের মরসুম কাটতেই আনাজের মূল্য কমতে শুরু করেছে ধীরে ধীরে, যার ফলে খুশি ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই।
বেশিরভাগ আনাজের দাম কমলেও, টমেটোর দামের খুব একটা পার্থক্য হয়নি, বলে জানালেন এক সবজি বিক্রেতা। তিনি বলেন, বেশিরভাগ টমেটো এখন আসছে ব্যাঙ্গালোর থেকে, যার খুচরো দাম মূলত প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। তবে কিছু স্থানীয় টমেটো পাওয়া যায় কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা দরে। তবে সেই সব টমেটোর থেকে ব্যাঙ্গালোর থেকে আসা টমেটোর চাহিদাই রয়েছে বেশি।
advertisement
advertisement
এছাড়াও, শীতকালীন সবজির মধ্যে একটু বড় সাইজের ফুলকপির দাম প্রতি পিস ২০ থেকে ২৫ টাকার মধ্যে। বেগুনের দাম যাচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, সবথেকে অগ্নিমূল্য ছিল ধনেপাতা, যা কিনা এখন, ৫ টাকাতেই একমুঠো দিয়ে দিচ্ছেন ক্রেতার বাজারের ব্যাগে।সুতরাং বলা যেতে পারে, প্রায় অনেকটা সময়ের পরে মধ্যবিত্ত বাঙালির দুপুরের খাবারে অনায়াসেই এখন দেখা যাবে শীতকালীন রকমারি রান্নার পদ।
Location :
First Published :
November 26, 2021 10:23 PM IST