Nadia: এবার বাঘের আতঙ্ক নদিয়ার হরিণঘাটায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাঘ দেখতে আমরা সকলেই পছন্দ করি। বাঘ দেখার জন্য কখনও আমরা চিড়িয়াখানায় যাই। কখনও বা জঙ্গল সাফারি করি।
নদিয়া: বাঘ দেখতে আমরা সকলেই পছন্দ করি। বাঘ দেখার জন্য কখনও আমরা চিড়িয়াখানায় যাই। কখনও বা জঙ্গল সাফারি করি। এমনকি টিভিতেও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের বাঘ আমরা দেখতে ভালোবাসি। কিন্তু ভেবে দেখেছেন কি এই বাঘ যদি হঠাৎ আপনার এলাকায় ঢুকে পড়ে তখন কি হবে! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নদিয়ার হরিণঘাটায়! নদিয়ার হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের স্থানীয়দের দাবি, গত দুদিন আগে বাঘের মতো এক জন্তুকে দেখতে পান তারা। শনিবার রাতেও ওই একই জন্তুকে আবারও দেখতে পান বলে জানান ওই এলাকার বাসিন্দারা। জানা যায়, শনিবার রাত আটটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা জঙ্গলের মধ্যে হঠাৎ দেখতে পান একটা অজানা জন্তু। টর্চ মেরে দেখেন বেশ বড় সাইজের একটি জন্তু .যার চোখগুলি জ্বলজ্বল করছে। তখনই তিনি পরিবারের লোকজনকে ডেকে আনলে তারা সেই জন্তুটিকে চিতা বাঘের বাচ্চা বলে সন্দেহ করেন।
advertisement
খবর পাওয়া মাত্রই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।আশেপাশের কয়েকজন যুবক মিলে জঙ্গলের মধ্যে সেই জন্তুটিকে খোঁজার জন্য গেলে তখন আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান স্থানীয় ওই বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত দু'দিন ধরে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দারা অজানা জন্তুর ভয়ে ছেলে মেয়েদের বাইরে খেলা করতে পাঠাতে ভয় পাচ্ছেন বলে জানান। প্রশাসনের কাছে তারা অনুরোধ জানান অজানা জন্তুটিকে খুঁজে বের করার। তবে স্থানীয়রা দাবি করছেন ওটি সম্ভবত চিতা বাঘের বাচ্চা। এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা কাঞ্জিলাল জানান,আতঙ্কে নয় গ্রামবাসীদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন ওই স্থানের পাশেই একটি জলাশয় আছে যেখানে মাছ পাওয়া যায়। সেই কারণে অনেক জন্তু ওই স্থানে মাছ খাওয়ার জন্য আসে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, ইতিমধ্যেই বনদপ্তরের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানান তিনি।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
May 16, 2022 11:51 AM IST