Nadia: গ্রিল ভেঙে মদের দোকানে দুঃসাহসিক চুরি রানাঘাটে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নিত্যদিনই শোনা যায় একাধিক চুরির ঘটনা। কখনও মন্দিরে চুরি কখনও বা বাড়িতে কিংবা কখনও দোকানের শাটার ভেঙে চুরি। তবে জেলায় খুব একটা বেশি দেখা যায় না মদের দোকানে চুরি।
#রানাঘাট : নিত্যদিনই শোনা যায় একাধিক চুরির ঘটনা। কখনও মন্দিরে চুরি কখনও বা বাড়িতে কিংবা কখনও দোকানের শাটার ভেঙে চুরি। তবে জেলায় খুব একটা বেশি দেখা যায় না মদের দোকানে চুরি। এবার সেই ঘটনাই উঠে এল সামনে। তালা ভেঙে মদের দোকানে মদ চুরি করল সুরাপ্রেমী চোর! মদের দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরি দুষ্কৃতীদের। জানা যায় রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রয়েছে একটি মদের দোকান। বৃহস্পতিবার রাত্রে দোকান বন্ধ করে কর্মচারীরা বাড়ি চলে যাওয়ার পর দুষ্কৃতীরা তালা ভেঙে ঢোকে ওই দোকানে।
এরপর সকাল বেলা কর্মচারীরা দোকান খুলতে এলে দেখে দোকানের গ্রিল রয়েছে ভাঙ্গা। এরপরই তারা বুঝতে পারে দোকানে চুরি হয়েছে। দোকানের ভিতর গিয়ে তারা দেখে বেশ কিছু বিলেতি মদের বোতল ও দোকানে রাখা নগদ কিছু টাকা পাওয়া যাচ্ছে না। মদের দোকানের সিসিটিভি ফুটেজে তারা দেখে এক দুষ্কৃতী তালা ভেঙে দোকানে প্রবেশ করছে। এরপরেই দোকানের মালিককে খবর দেওয়া হয় মালিক খবর দেয় পুলিশকে।
advertisement
আরও পড়ুনঃ দাদার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক মৃত্যু বোনের!
পুলিশ এসে সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল খতিয়ে দেখে। দোকানের মালিক ও কর্মচারীদের অভিযোগ দুষ্কৃতীরা বেশ কিছু মদের বোতল এবং নগদ টাকা করি চুরি করে নিয়ে গেছে। গভীর রাতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আশেপাশের এলাকায়। মদের দোকান থেকে মদ চুরির খবর স্থানীয়দের কাছে পৌঁছাতেই ঘটনাস্থলের চারিপাশে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 03, 2022 5:24 PM IST