Nadia News- ১০০৮ পদের খাবার দিয়ে মায়াপুরে পালন করা হল মহাঅন্নকূট উৎসব

Last Updated:

এই অন্নকূট উৎসবে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো

+
১০০৮

১০০৮ পদের খাবার দেওয়া হল মায়াপুরের মহাঅন্নকূট উৎসবে

#নদিয়া: সামনেই দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমা নিয়ে নদিয়াবাসীর আগ্রহের শেষ নেই। শ্রীচৈতন্যের জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ ও মায়াপুরের দোল উৎসব পালন করতে আসেন গোটা দেশ-বিদেশের একাধিক মানুষজন। ঠিক তেমনি ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৬ তম জন্মতিথি উপলক্ষে দীর্ঘ একমাস ব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। শ্রী শ্রী রাধা মাধবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে আয়োজন করা হল মহা অন্নকূট উৎসব। এই উৎসবে বিগ্রহের সামনে নিবেদন করা হল ১০০৮ রকমের প্রসাদ। এই অন্নকূট উৎসবে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, দোল পূর্ণিমার আগে থেকেই হাজার হাজার দর্শনার্থীর ভিড় করেন মায়াপুরে। মন্দিরের সূত্র মারফত জানা যায়, ১৮ মার্চ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালন করা হবে। ওই দিনই বসন্ত উৎসব, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় সর্বত্রই চলে রং ও আবিরের খেলা। কিন্তু জানা যায় ইসকন মন্দিরে রং ও আবির খেলা হয় না। সেই দিন মন্দিরে চলে একাধিক উৎসব। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলি ও প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য। করোনা বিধি মেনেই প্রতিটি অনুষ্ঠান পালন করা হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। গত দু'বছর করোনা অতিমারির কারণে সেই ভাবে পালন করা হয়নি দোল উৎসব। কিন্তু এবছর প্রকোপ অনেকটাই কমাতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মায়াপুর ইসকন মন্দিরে।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- ১০০৮ পদের খাবার দিয়ে মায়াপুরে পালন করা হল মহাঅন্নকূট উৎসব
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement