Nadia News: পুনরুজ্জীবিত হোক BSNL, বিশ্বকর্মা পুজোয় কাতর প্রার্থনা জরাজীর্ণ অফিসের ঠিকা কর্মীদের

Last Updated:

Shantipur BSNL Office: ভবনের জৌলুস হারালেও, পুজোয় আন্তরিকতার ভাটা পড়েনি এতটুকু। সংখ্যা কম হলেও নিজেরাই একদিন মিলিত হন পরিবার নিয়ে, প্রার্থনা করেন দিনবদলের।

শান্তিপুরের বিএসএনএল এর অফিস
শান্তিপুরের বিএসএনএল এর অফিস
শান্তিপুর: বিশ্বকর্মা পূজার দিনেও নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত বিএসএনএল ভবনের জরাজীর্ণ অবস্থা। পাঁচিল বেয়ে উঠেছে লতানো গুল্ম, সাইনবোর্ড ঢেকেছে তাতেই। চারিদিকে ধুলো নোংরা আর আবর্জনার স্তুপ। অথচ ১৯৯৩ সালে যখন এসটিডি চালু হল তখন ঝাঁ চকচকে এই অফিস ভাড়া নিয়ে উদ্বোধন হয়। দিগনগর মতিগঞ্জ গোবিন্দপুর বাগআঁচড়ার মতো বেশ কয়েকটি ইউনিটও খোলা হয় কাজের চাপে। শান্তিপুর কলেজ সন্নিহিত খড়জলা পাড়ায় একটি আড়াই বিঘের সম্পত্তি কেনা হয় স্থায়ী অফিস বানানোর জন্য।
মাঝে মাত্র কয়েকটা বছর, সে সময় শুধুমাত্র এই অফিসে ১৮ জন পার্মানেন্ট সরকারি কর্মচারী কাজ করতেন, ক্যাজুয়াল তো ছিলই। আর বর্তমানে? চারটি ইউনিট দেখাশোনা করেন মাত্র ১২ জন ঠিকা কর্মী।
advertisement
আজকের মতো বিশ্বকর্মা পুজোর দিনে, বড় বড় উঁচু পোস্টের সরকারি আধিকারিকরা আসতেন পুজো দেখতে। গ্রাহক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকে সাধের সঙ্গে রীতিমতো মধ্যাহ্নভোজ করানো হত। আজ সবই অতীত, ‌ এমনই নানা স্মৃতি কথা শোনালেন ১৯৮৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০ বছর যাবৎ কাল ধরে স্থায়ী চাকরি করা কর্মী কানাই লাল সরকার।
advertisement
তিনি বলেন, “বিশ্বকর্মা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, কেন্দ্রীয় সরকারের মতিগতি পরিবর্তিত করুন। বিএসএনএলের প্রতি মনোযোগী হয়ে ফিরুক সাবেকী জৌলুস।”
বর্তমানে কাজ করা অপর এক ঠিকা কর্মী বিএসএনএল ঠিকা মজদুর ইউনিয়নের সদস্য প্রশান্ত পাল বলেন, “বিএসএনএল-এর ফাইভ-জি লাইসেন্স পেয়ে প্রাইভেট সংস্থাগুলি রমরমা ব্যবসা করে ফুলে ফেঁপে উঠছে, আর বিএসএনএল নিজে এখনও ফোরজি চালু করতে পারল না। বিএসএনএলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। কারণ শেয়ার বিক্রি করতে না পেরে, স্থায়ী কর্মচারীদের ২০১৭ সালের পে কমিশন, পেনশন মেডিক্যাল এবং অন্যান্য সুযোগ-সুবিধা যাতে দিতে না হয়, ক্যাজুয়াল কর্মীদের যাতে স্থায়ী না করতে হয় তার জন্যই পরিকল্পনা মাফিক গাফিলতি।”
advertisement
তবে ভবনের জৌলুস হারালেও, পুজোয় আন্তরিকতার ভাটা পড়েনি এতটুকু। সংখ্যা কম হলেও নিজেরাই একদিন মিলিত হন পরিবার নিয়ে, প্রার্থনা করেন দিনবদলের।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পুনরুজ্জীবিত হোক BSNL, বিশ্বকর্মা পুজোয় কাতর প্রার্থনা জরাজীর্ণ অফিসের ঠিকা কর্মীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement