#রানাঘাট: আগামী ২৭ ফেব্রুয়ারি নদিয়া জেলাসহ একাধিক জায়গায় পৌরসভা নির্বাচন। ইতিমধ্যেই জোরকদমে চলছে সমস্ত দলের প্রচার। কেউ করছেন পায়ে হেঁটে কেউবা গাড়িতে, আবার কেউ টোটোতে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে বিভিন্ন প্রার্থীর প্রচারাভিযান। এবার পুর নির্বাচনের প্রচার উপলক্ষে সোমবার নদিয়ার রানাঘাটে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাটে বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন রানাঘাট মিলন মন্দির মাঠে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ ও অসীম বিশ্বাসের উপস্থিতিতে এদিন রাজ্যের শাসক দলকে বিভিন্ন দিক দিয়ে তুলোধোনা করেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না এবং বিজেপিকে সমর্থন করবে, সে বিষয়ে সবিস্তারে তার নিজের মতো করে ব্যাখ্যা করেন শুভেন্দু বাবু। নদিয়ার চাকদহে পুলিশ তাঁকে বাধা দিয়েছে এবং তার গায়ে হাত তুলেছে বলে এদিন রানাঘাটে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি বলেন এই বিষয়ে তিনি যথাস্থানে অভিযোগ করবেন। আনিস খানের খুনের মামলায় এদিন তিনি সিবিআই তদন্ত দাবি করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।