Nadia: বাঙ্গালি সাজে বিদেশি ভক্তদের নাচগান দেখতে মায়াপুরে হাজির বহু মানুষ

Last Updated:

নদিয়া জেলার অন্যতম একটি দ্রষ্টব্য স্থান ইসকন, মায়াপুর। সারাবছরই দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় লেগে থাকে মায়াপুর ইসকন মন্দিরে।

+
গোপী

গোপী ড্রেস পড়ে বিদেশি ভক্তদের কীর্তনের গানে নাচ মায়াপুরে

মৈনাক দেবনাথ, মায়াপুর: নদিয়া জেলার অন্যতম একটি দ্রষ্টব্য স্থান ইসকন, মায়াপুর। সারাবছরই দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় লেগে থাকে মায়াপুর ইসকন মন্দিরে। তাছাড়া ইসকন মন্দিরের হেডকোয়ার্টার্স ধরা হয় শ্রীধাম মায়াপুরের এই ইসকন মন্দিরকেই।গোটা বিশ্বের সমস্ত প্রান্তের ভক্তদেরই মায়াপুর ইসকন মন্দিরে সারা বছর দেখতে পাওয়া যায়। ছুটির দিনগুলিতে বিশেষত শনিবার ও রবিবার মায়াপুরে ভক্তদের সমাগম বেশি৷ শুধু বিদেশীরা নয় দেশ ও রাজ্যের বহু ভক্ত ছুটির দিনে মায়াপুরের ইসকন মন্দিরে আসেন। গত রবিবার ছিল রামনবমী ওই দিনভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত। বহু বিদেশি ভক্তরা মায়াপুরে প্রত্যেক বছরেই আসেন। তারা এসে হরিনাম সংকীর্তন গান, এছাড়াও মায়াপুরের বিখ্যাত গোপী ড্রেস পড়ে কীর্তনের তালে তাল মিলিয়ে পা মেলান। এবং সেই দৃশ্য দেখতে ভিড় করেন বহু মানুষ। সন্ধ্যায় রাধা মাধবের আরতী দেখতে মন্দিরে জমায়েত হন একাধিক ভক্তবৃন্দ। রামনবমীর দিনেও ইসকন মন্দিরে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রচুর ভক্তের আগমন ঘটেছিল সেদিন। হাজার হাজার বিদেশি ভক্তের সমাগমে রামনবমীর দিনটি পালন করা হয়েছিল অতি জাঁকজমক ভাবে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই মায়াপুর ইসকন মন্দিরের নতুন মন্দির তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই মন্দির তৈরীর কাজ প্রায় শেষের মুখে। জানা যাচ্ছে, আর কয়েক বছরের মধ্যেই সেই মন্দিরের উদ্বোধন হবে। তবে ইসকন মন্দির কর্তৃপক্ষের থেকে উদ্বোধনের তারিখ এখনো জানানে হয়নি৷তবে অনেকেই মনে করছেন এই মন্দির সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর উদ্বোধন হলে পৃথিবীর সমস্ত বিখ্যাত মন্দির গুলির মধ্যে মায়াপুর ইসকন মন্দিরের নামও থাকবে।
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: বাঙ্গালি সাজে বিদেশি ভক্তদের নাচগান দেখতে মায়াপুরে হাজির বহু মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement