Nadia News- সকাল থেকেই শুরু হয়ে গেছে জেলাজুড়ে সরস্বতী পুজোর ধুম
- Published by:Samarpita Banerjee
Last Updated:
পুজোর আয়োজন করছে মেয়েরা, কোথাও বা ছেলেরা আঁকছে সুন্দর রঙ্গোলি
#নদিয়া- সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জেলাজুড়ে সরস্বতী পুজোর ধুম। বিভিন্ন স্কুল-কলেজে চলছে পুষ্পাঞ্জলি। কোথাও বন্ধুরা মিলে তুলছে সেলফি, কোথাও বা সবাই মিলে বসে চলছে আড্ডা। কোথাও পুজোর আয়োজন করছে মেয়েরা কোথাও বা ছেলেরা আঁকছে সুন্দর রঙ্গোলি। তারই বিশেষ কিছু চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।