Nadia News- জেলাজুড়ে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া

Last Updated:

এবার জেলা জুড়ে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে

+
News

News 18 লোকাল

#নদিয়া: গত দুই বছর ধরে করোনার প্রভাব পড়েছে গোটা বিশ্ব জুড়ে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলে গিয়েছে ইতিমধ্যেই। তৃতীয় ঢেউয়ে ভাইরাস খুব একটা কাবু করতে পারেনি সাধারণ মানুষকে। তার কারণ অবশ্যই ভ্যাকসিনের সফলতা। অতি দ্রুত হারে বিনা মূল্যে দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার ফলেই করোনার প্রভাব অনেকখানি কমে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার জেলা জুড়ে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু, কিশোর কিশোরীদের বিনামূল্যে কোভিড ১৯ কোর-বি ভ‍্যাক্সিন দেওয়া শুরু হল আজ থেকে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরীদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে। নদিয়া জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ।
২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ ১৬ মার্চ ২০২২ অনুযায়ী যে বাচ্চাদের ১২ বছর পূর্ণ হয়েছে তারাই এই ভ্যাকসিন নেওয়ার উপযোগী বলে জানা গেছে স্বাস্থ্য দফতর সূত্রে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন বিরতির পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কো উইন অ্যাপের মাধ্যমে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সারা ভারতে সাত কোটি এগারো লক্ষ শিশু-কিশোর-কিশোরীদের টিকাকরণের অন্তর্ভুক্ত করা যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে অনলাইন রেজিস্ট্রেশন আবশ্যিক নয়, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের পর্যাপ্ত উপলব্ধ এবং উপস্থিতির ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। নদিয়া জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিনের প্রক্রিয়া।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- জেলাজুড়ে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement