Nadia News: বিশিষ্ট কবি ও পরিচালক শতরূপা স্যান্যালের হাত ধরেই সূচনা বেথুয়াডহরি নাট্য উৎসবের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
শুক্রবার সন্ধ্যায় ২৪ তম বে,রে,থি নাট্য উৎসবের শুভ সূচনা হল বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সংহতি ভবনে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এই নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র পরিচালক শতরূপা স্যান্যাল।
#বেথুয়াডহরি : শুক্রবার সন্ধ্যায় ২৪ তম বে,রে,থি নাট্য উৎসবের শুভ সূচনা হল বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সংহতি ভবনে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এই নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র পরিচালক শতরূপা স্যান্যাল। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী নিমাই দত্ত, বিশিষ্ট নাট্যকার কালিশংকর কর্মকার, সমীর রায় সহ অন্যান্য অতিথিরা। এদিন সন্ধ্যায় উদ্যোক্তাদের পক্ষ থেকে পুতুল চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করা হয় দুই নাট্য ব্যক্তিত্বকে এবং কুটির থেকে রাজপ্রাসাদ ও নাট্য পঞ্চম নামে দুটি গ্রন্থ প্রকাশ করা হয়। শেষে দুটি নাটক মঞ্চস্থ করা হয়।
বে,রে,থি নাট্য উৎসবের প্রথম সন্ধ্যার এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন একাধিক নাট্যপ্রেমী মানুষেরা। প্রসঙ্গত থিয়েটার এবং নাটক বাঙালির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আগেকার দিনে গ্রামবাংলায় আয়োজন করা হতো থিয়েটার এবং যাত্রাপালা, নাটকের অনুষ্ঠান। এক গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে রাত জেগে সেই যাত্রাপালা থিয়েটার দেখতেন। মনোরঞ্জন করার মত ছিল না সেই সময় টেলিভিশন, কম্পিউটার কিংবা স্মার্টফোন।
advertisement
আরও পড়ুনঃ বেড়েছে টোটো ও অটোর দৌরাত্ম্য! তাই বাস ধর্মঘট রানাঘাটে
তবে ধীরে ধীরে যুগের পরিবর্তনের সাথে সাথে থিয়েটার নাটক যাত্রাপালা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। সেই কারণেই এখনও বেশ কিছু নাট্য প্রেমী মানুষেরা কখনও সরকারের সরকারের সহযোগিতায় কখনো বা নিজেরাই একত্রিত হয়ে এই সমস্ত নাটক অনুষ্ঠান পরিচালন করে থাকেন। এবং তারা বার্তা দেন আমাদের প্রাচীন সংস্কৃতি এই নাটক, যাত্রাপালা, থিয়েটার যাতে আমাদের সংস্কৃতির মধ্যে বেঁচে থাকে সবসময়।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
December 10, 2022 9:10 PM IST