WB Panchayat Election 2023: গ্রাম বাংলার জনমত নেওয়ার আগে নিজেদের মতামত জানাচ্ছেন ভোটকর্মীরা

Last Updated:

West Bengal Panchayat Election 2023 : ৮ জুলাই তাঁরা গোটা বাংলার জনমত গ্রহণ করবেন। সেই ভোটকর্মীরাই তার আগে নিজেদের মতামত জানালেন

নদিয়া: ৮ জুলাই তাঁরাই নেবেন গ্রাম বাংলার মানুষের জনমত। সেই ভোট কর্মীরাই কঠোর নিরাপত্তার মধ্যে নিজের পছন্দের জনক প্রতিনিধি বাছতে ভোট দিচ্ছেন। নদিয়ার প্রতিটি ব্লকে শান্তিপূর্ণভাবেই ভোটদান প্রক্রিয়া চলছে ভোট কর্মীদের।
এবারের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রত্যেক ব্লকে একটি করে স্কুলকে ডিসিআরসি হিসেবে বেছে নিয়েছে সংশ্লিষ্ট বিডিও-রা। সেখানেই ভোটকর্মীদের প্রশিক্ষণ হয়েছে এর আগে। তাঁরা জেলার মধ্যেই বিভিন্ন ব্লকে ৮ জুলাই ভোট নেবেন। তার আগে মঙ্গলবার অর্থাৎ ৪ জুলাই নিজেরা ভোট দিলেন ভোটকর্মীরা। আগেই তাঁদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে গিয়েছিল। তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত কেন্দ্রে গিয়ে জমা দিয়ে এলেন তাঁরা।
advertisement
advertisement
শান্তিপুরের ফুলিয়া বালিকা বিদ্যালয়ে এরকমই একটি ভোটগ্রহণ কেন্দ্র হয়েছিল মঙ্গলবার। সেখানে শতাধিক ভোট কর্মী আসেন নিজেদের পোস্টাল ব্যালট জমা দিতে। মঙ্গলবার পোস্টাল ব্যালট জমা দেওয়ার চতুর্থ দিন ছিল। এই প্রক্রিয়া চলবে বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুলাই পর্যন্ত।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা দেখা দিলেও ভোট কর্মীদের আশা নির্বাচনের দিন কোনরকম সমস্যা হবে না। এই বিষয়ে তাঁরা নির্বাচন কমিশন এবং কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর উপর আস্থা রাখছেন।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
WB Panchayat Election 2023: গ্রাম বাংলার জনমত নেওয়ার আগে নিজেদের মতামত জানাচ্ছেন ভোটকর্মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement