Nadia News|| অসুস্থ জামাইকে দেখতে বাংলাদেশ থেকে রানাঘাটে এসেছিলেন, সর্বনাশ ঘটল বৃদ্ধার সঙ্গে...

Last Updated:

Ranaghat Crime: অসুস্থ জামাইকে দেখতে এ দিন এ দেশের মাটিতে পা রাখেন বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা বেলা রানি বিশ্বাস। তারপরেই ঘটে গেল সাংঘাতিক কাণ্ড।

#রানাঘাট: জামাই ব্রেন স্টোকে আক্রান্ত। ভর্তি রয়েছেন রানাঘাটের বেসরকারি হাসপাতালে। ওপার বাংলায় থাকেন শাশুড়ি। অসুস্থ জামাইকে দেখতে এপার বাংলায় আসার সিদ্ধান্ত নেন। তবে ভারতবর্ষে পা দিতেই এমন ঘটনার সম্মুখীন হবেন যা তিনি ভাবতেও হতে পারেননি। অসুস্থ জামাইকে দেখতে এ দিন এদেশের মাটিতে পা রাখেন বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা বেলা রানি বিশ্বাস। বয়স আনুমানিক ৭৫ বছর।
সূত্রের খবর, বৃদ্ধা রানাঘাট স্টেশনে নামতেই তিনি দেখেন তার কাছে থাকা সব টাকা উধাও। বাংলাদেশ থেকে একাই ভারতবর্ষে এসেছিলেন বৃদ্ধা। সম্বল ছিল কেবল ওইটুকু টাকা। সেই টাকা খোয়া যেতে স্টেশন চত্বরেই কান্নায় ভেঙে পড়েন বছর ৭৫-এর বৃদ্ধা। এরপরেই স্থানীয় এক সাংবাদিকের তৎপরতায় রানাঘাট থানার দ্বারস্থ হন।
আরও পড়ুনঃ সাগর থেকে পাহাড় চষছেন অধীর, রাহুল ছাড়াই হাঁটছেন 'ভারত জোড়ো যাত্রা'য়
সাংবাদিক নিজেই টোটো করে ওই বৃদ্ধাকে পৌঁছে দেন রানাঘাট থানায়। সেখানে গিয়ে ওই বৃদ্ধা লিখিত অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধার বক্তব্য, তার জামাই ব্রেনস্টোকে আক্রান্ত। রানাঘাটের এক বেসরকারি হাসপাতালে তার জামাই ভর্তি রয়েছেন। জামাইকে দেখতে তিনি একাই ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন। সঙ্গে ছিল নগদ প্রায় ১২,০০০ টাকা। বৃদ্ধার অভিযোগ, রানাঘাট স্টেশনে তিনি যখন নামতে যান এক যুবক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওই যুবকই ছলে বলে কৌশলে তার ব্যাগে থাকা ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
advertisement
advertisement
বাংলাদেশ থেকে আগত ঐ বৃদ্ধা রানাঘাট থানায় এলে পরেই তৎপর হয়ে ওঠে রানাঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্তে নামে। স্টেশন সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ দেখতে পায় ট্রেন থেকে নেমেই ওই বৃদ্ধা অসহায় ভাবে কাঁদছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পন্ন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News|| অসুস্থ জামাইকে দেখতে বাংলাদেশ থেকে রানাঘাটে এসেছিলেন, সর্বনাশ ঘটল বৃদ্ধার সঙ্গে...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement