Humanity: উদ্যোগ পোস্টমাস্টারের, অতিমারি থেকে এখনও ১০০০ দিন ধরে অন্নসংস্থান শতাধিক দুঃস্থ ও ভবঘুরের
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Humanity: মেনুতে থাকে গরম ভাত, পুষ্টিকর সবজি, কখনও মাছ কিংবা মাংস। তাদের এই কর্মকাণ্ড দেখে খুশি গোটা নবদ্বীপবাসী
মৈনাক দেবনাথ নবদ্বীপ: নবদ্বীপ ও কৃষ্ণনগর শহরে প্রতিদিন শতাধিক দুঃস্থ, ভবঘুরে মানুষের একবেলা পেট ভরে আহারের ব্যবস্থার ১০০০ তম দিন পালন করা হল। প্রায় দু বছর আগে লকডাউনের সময় নবদ্বীপ এবং কৃষ্ণনগর শহরের অনেক দুঃস্থ মানুষই ঠিকমতো পেতেন না দুমুঠো খাবার। তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন পেশায় পোস্ট অফিস মাস্টার রাজু পাত্র। তিনি এবং বেশ কিছু স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে শুরু করলেন দুঃস্থ অসহায় মানুষদের বিনামূল্যে একবেলা পেট ভরানোর।
ধীরে ধীরে তাদের এই মহান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেন স্থানীয় এবং বাইরের শতাধিক মানুষ। সেই থেকে আজও নিরবচ্ছিন্নভাবে ধারাবাহিকতার সঙ্গে প্রতিদিন সকাল দশটায় নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় দুঃস্থ মানুষের পেট ভরানোর জন্য পৌঁছে যায় তারা। মেনুতে থাকে গরম ভাত, পুষ্টিকর সবজি, কখনও মাছ কিংবা মাংস। তাদের এই কর্মকাণ্ড দেখে খুশি গোটা নবদ্বীপবাসী। নবদ্বীপ শহরের অনেকেই তাদের খুশির কিংবা স্মরণীয় দিনগুলি এখন ভাগ করে নেন সেই সমস্ত দুঃস্থ মানুষগুলির সঙ্গে।
advertisement
advertisement
রাজু পাত্র জানান ‘‘ সাধারণ মানুষ সাহায্য না করলে আমরা এতদূর এসে পৌঁছতে পারতাম না। অনেকেই তাদের আর্থিক এবং মানসিক সহযোগিতা দেখিয়েছেন। যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতেও সকলে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি।’’
এদিন তাদের সম্পূর্ণ হল ১০০০ তম দিন। মেনুতে ছিল গরম ভাত এবং মাছের ঝোল। এছাড়াও ১০০০ তম দিবস উপলক্ষে তারা আয়োজন করেছিলেন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি, চিকিৎসক ডক্টর যতন রায় চৌধুরী ইত্যাদি আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। প্রত্যেকেই তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 5:14 PM IST