Nadia News: ইলেকট্রিক কেটলিতে জল গরম করছিলেন বৃদ্ধা, আচমকা চিৎকারে ছুটে যায় ছেলে! শেষে ভয়ঙ্কর পরিণতি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Nadia News: রাতে ওই বৃদ্ধা ইলেকট্রিক কেটলিতে করে জল গরম করছিলেন। সেই সময়ই ঘটে মারাত্মক পরিণাম। সব শেষ।
চাপড়া: বুধবার রাতে চাপড়ার বাঙালঝিতে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম ঝর্না দাস, বয়স ৬৫। জানা গিয়েছে, রাতে ওই বৃদ্ধা ইলেকট্রিক কেটলিতে জল গরম করছিলেন। সেই সময় কোনও ভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরই তাঁর গায়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে ছেলে সুমন দাস তাঁকে বাঁচাতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।
চাপড়া থানার পুলিস ও প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ। আজকাল সময় ও খাটুনি দুই সাশ্রয় করতে আমরা বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রের সাহায্য নিয়ে থাকি। ঘরে প্রত্যেকেরই প্রায় মাইক্রোওয়েভ ওভেন, গিজার, ইলেকট্রিক কেটলি, টোস্টার, মিক্সার রয়েছে। আগেকার দিনে কাঠের উনুনে রান্না করা হত। তারপর চলে এল আধুনিক পেট্রোলিয়াম গ্যাস। এরপর চলে এল বৈদ্যুতিক ইন্ডাকশন ওভেন এবং বৈদ্যুতিন কেটলি।
advertisement
advertisement
আরও পড়ুন: একই স্বাদ, কামড়ালেই মচমচে শব্দ! ১০০ বছর ধরে জলপাইগুড়ির প্রিয় বিশ্বনাথের কচুরি
কেটলির সাহায্যে খুব তাড়াতাড়ি অনেকেই জল গরম অথবা বিভিন্ন খাদ্য সামগ্রী প্রস্তুত করেন। তবে অনেক সময়ই দেখা যায় এই বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে অসাবধানতাবশত ঘটে যায় মারাত্মক ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক কেটলির বাইরের অংশটি বেশিরভাগ সময়ই হয় ধাতব বস্তুর। বাড়ির বৈদ্যুতিক সংযোজনের ব্যবস্থা সঠিক না থাকলে পরে এই সমস্ত বৈদ্যুতিক কেটলি থেকে অনেক সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাধারণ মানুষ। ঠিক তেমনই এক ঘটনা ঘটে গেল নদিয়ার চাপড়ায়। স্বাভাবিক ভাবে এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 11:53 AM IST