Nadia News: লটারিতে হারিয়েছিলেন সর্বস্ব, সেই লটারিই যুবককে বানালো কোটিপতি

Last Updated:

Nadia News: নবমীতেই লটারি কেটে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি নদিয়ার যুবক আনারুল শেখ! জানুন

+
লটারি

লটারি কেটে রাতারাতি কোটিপতি নদিয়ার যুবক

#নদিয়া: লটারি কাটতে কাটতে একের পর এক হারিয়েছেন ভিটে মাটি সর্বস্ব। ভিটেমাটি হারিয়ে ঠাই হয়েছিল আত্মীয়ের বাড়িতে। দুর্গাপূজার সময় অষ্টমী পর্যন্ত হাতে ছিল না কিছুই। তবে নবমীতে সেই লটারিই তাকে বানালো কোটিপতি। নদিয়ার চাপড়ার বড়আন্দুলিয়ার যুবক আনারুল শেখ জানান, জীবনে যা কিছু হারিয়েছেন আবার সমস্ত কিছু সে অর্জন করবে লটারির পুরস্কারের টাকায়। তবে লটারি কাটাও চিরদিনের মত ছেড়ে দেবেন বলে জানালেন তিনি।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার জন্য এতটাও ভাল যাবে অষ্টমী পর্যন্তও তা আশা করতে পারেননি নদিয়ার যুবক। আনারুল জানায় ছোটবেলা থেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন ছিল তার। সেই কারণে বিগত বেশ কয়েক বছর ধরেই লটারি কাটতেন তিনি। সেই লটারি কাটতে কাটতেই এমন নেশায় পরিণত হয়েছিল যার কারণে ভিটে মাটি যা কিছু ছিল হারিয়েছিলেন । নিজের বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে তার ঠাঁই হয়েছিল এক আত্মীয়র বাড়িতে।
advertisement
এরপরেই তিনি ঠিক করেন বাইরে চলে যাবেন কাজের সন্ধানে। তবে কাজে যাওয়ার আগে বড়আন্দুলিয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে তিনি কাটেন লটারির টিকিট, চেষ্টা করলেন শেষবারের জন্য নিজের ভাগ্য পরীক্ষা করতে। খরচ হল প্রায় ১৫০০ টাকার মত। আর সেই টিকিটেই বাজিমাত! রাতে লটারির ফলাফল বের হলে পরে তিনি দেখেন তিনি প্রথম পুরস্কার পেয়ে কোটিপতি হয়ে গিয়েছেন! এরপরেই খুশির জোয়ার নেমে আসে তার এবং তার পরিবারের মধ্যে। প্রথম পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সোজা চলে যান পুলিশের কাছে নিরাপত্তার জন্য।
advertisement
advertisement
আনারুল জানান তিনি আর এরপর থেকে লটারি টিকিট কাটবেন না। এই টাকা দিয়ে একটি স্থায়ী ব্যবসা তিনি শুরু করবেন এবং তার মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন।
advertisement
উল্লেখ্য, প্রায় দিনই লটারি কেটে কোটিপতি হওয়ার খবর শিরোনামে উঠে আসে। তবে এমন অনেক ব্যক্তিরাও আছেন যারা কোটি টাকার স্বপ্ন দেখে লটারির টিকিট ক্রমাগত কেটে হারিয়েছে নিজের সবকিছুই। এই বিষয়ে লটারি বিজেতা জানায়, "লটারি কাটার সময় মনে রাখতে হবে কখনও নিজের সঞ্চয় বিক্রি করে দেবেন না। তবে আমি এই লটারি দিয়েই সবকিছু ফেরত পেয়েছি।"
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: লটারিতে হারিয়েছিলেন সর্বস্ব, সেই লটারিই যুবককে বানালো কোটিপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement