Nadia News: এই গরমে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরাচ্ছেন? ডেকে আনছেন ঘোর বিপদ!

Last Updated:

Nadia News: তীব্র গরমে পেট্রোল ডিজেল গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে ভরলে ঘটতে পারে বিপদ। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

+
বাইকের

বাইকের ট্যাংকে ভরা হচ্ছে তেল

নদিয়া: তীব্র গরমে পেট্রোল ডিজেল গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে ভরলে ঘটতে পারে বিপদ। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রোদের প্রচন্ড দাবদাহের হাত থেকে বাঁচার জন্য পেট্রোল পাম্পের মালিক এবং দমকল কেন্দ্রের আধিকারিক যথেষ্ট সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। শান্তিপুর দমকল কেন্দ্রের ওসি সুদর্শন চক্রবর্তী জানিয়েছেন, ‘তীব্র দাবদাহে ইট কাঠ পাথর থেকে শুরু করে সবকিছুই প্রচন্ড শুষ্ক অবস্থায় থাকে। সেখানে বিড়ি বা সিগারেটের সামান্য আগুনের ছোঁয়া পেলেই তা বিশাল আকার ধারণ করতে পারে। কোনভাবেই যাতে বিড়ি বা সিগারেটের সামান্যতম আগুন কোন শুষ্ক জিনিসপত্রের মধ্যে না পড়ে তাহলেই কিন্তু বড় বিপদের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও তীব্র দাবদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির পেট্রোল বা ডিজেল ট্যাঙ্কের সঙ্গে সংলগ্ন পাইপের মধ্যে যদি গ্যাস জমে যায়, তাহলে প্রচন্ড রৌদ্রের তাপে সেখান থেকে আগুন ধরার সামান্যতম সম্ভাবনা থেকে যায়। ব্যাটারি চালিত গাড়িগুলির ক্ষেত্রে সমস্ত পার্টস প্রতিদিন চেক করা উচিত।
advertisement
advertisement
এছাড়া আমরা মানুষকে রাস্তায় বেরোলে গ্লুকনডি বা নুন চিনির জল সঙ্গে নিয়ে বেরোনোর জন্য অনুরোধ করছি। আমরা আমাদের কাজ বাঁচিয়ে মাঝেমধ্যেই সামাজিক কিছু কাজকর্ম করার চেষ্টা করে থাকি। তীব্র দাবদাহ চলাকালীন সময়ে কোন গাড়ির পেট্রোল বা ডিজেল ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে নিষেধ করছেন পাম্পের মালিক রতন পাল। তিনি জানিয়েছেন, ‘পেট্রোল বা ডিজেল ট্যাংক সম্পূর্ণ ভর্তি হলে পাইপের মাধ্যমে গ্যাস থেকে কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। তাই আমরা গরমকালে পেট্রোল বা ডিজেল ট্যাংক সম্পূর্ণ ভর্তি করতে বারণ করি। এছাড়া প্রচন্ড রোদের মধ্যে গাড়ি রাখাটা উচিত নয়। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করাটাই ভালো।’
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এই গরমে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরাচ্ছেন? ডেকে আনছেন ঘোর বিপদ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement