Nadia News: দেবী দুর্গার ভাসানের পরেই পরিবারে এল মর্মান্তিক খবর, অনুশীলনের সময় মৃত সেনা জওয়ান

Last Updated:

উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে মৃত্যু হল নদিয়ার পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়া এলাকার জওয়ানের...

+
খবর

খবর পাওয়া মাত্রই শোকে পাথর জবানের পরিবার

#পলাশিপাড়া: উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়ায়। মৃত ওই জওয়ানের নাম সুকান্ত মণ্ডল (২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই জওয়ান আরও দু'জন সহকর্মীর সাথে ট্যাঙ্কে ফায়ারিং- এর অনুশীলন করছিলেন। সেই সময় ট্যাঙ্কের গানে বিষ্ফোরণ হয়। একজন ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসতে পারলেও ওই যুবক সহ আরও এক জওয়ান বেরোতে পারেনি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ছুটিতে বাড়িতে এসেছিলেন পাশের গ্রামের বাসিন্দা সুকান্তের সহকর্মী সুমন্ত মণ্ডল। গতকাল রাতে তাঁর কাছেই প্রথমে সুকান্তের মৃত্যু সংবাদ আসে। এরপর তিনি সুকান্তের বাড়িতে খবর দেন। মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়ে সুকান্তের পরিবার। ২০২০ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সুকান্ত। কাজে যোগ দেওয়ার পরে মাত্র দু'বার বাড়ি এসেছিলেন। আগামী ১৩ অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার বদলে আগামীকাল তাঁর কফিন বন্দী মৃতদেহ ফিরবে বাড়িতে।
advertisement
উল্লেখ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সবেমাত্র সম্পূর্ণ হল। এখনো পর্যন্ত তার রেশ থেকে গিয়েছে প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে। তারি মধ্যে ঘর অন্ধকার করে দুঃসংবাদ এল নদিয়ার এক বাঙালি সেনা জওয়ানের ঘরে। নদিয়া জেলার একাধিক যুবকেরা রয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত। এর আগেও নদিয়ার একাধিক যুবক দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। আবারও পলাশিপাড়ার বাসিন্দা সুকান্ত মন্ডল দেশের জন্যেই নিজের জীবন উৎসর্গ করলেন, সেই কারণে শোক এবং দুঃখের মধ্যেও গর্বিত সুকান্তের পরিবার ও প্রতিবেশীরা।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দেবী দুর্গার ভাসানের পরেই পরিবারে এল মর্মান্তিক খবর, অনুশীলনের সময় মৃত সেনা জওয়ান
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement