Nadia News: বাজারে গণেশ মূর্তি কেনার ভিড়! পয়লা বৈশাখে দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে!

Last Updated:

Nadia News: দারুণ কমে পাওয়া যাচ্ছে গণেশ মূর্তি! বাজারে মানুষের ভিড়।

+
দোকানে

দোকানে গনেশ ঠাকুর দেখছেন এক ক্রেতা

নদিয়া: রাত পোহালেই নতুন বছর পয়লা বৈশাখ। ছোট বড় নানান ধরনের ব্যবসার এমনকি বেশকিছু গৃহস্থ্য বাড়িতেও গণেশ পূজার রীতি রয়েছে। আর সেই উপলক্ষে তৎপরতার সঙ্গে চলছে গণেশ প্রতিমা নির্মাণ। তবে এ ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে গণেশ পূজা পরবর্তীতে অক্ষয় তৃতীয়া, লোকনাথ জন্ম দিবস , এমনকি বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত বিক্রি চলে। তাই দুশ্চিন্তার কোনো কারণ না থাকায়, বিপুল সংখ্যক গণেশ প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা।
আনন্দ প্রিয় বাঙালির অন্যান্য উৎসবগুলির মধ্যে পহেলা বৈশাখ অন্যতম। বাংলা বছরের প্রথম দিন মানুষ বিগত দিনের দুঃখ-কষ্ট ভুলে মেতে ওঠে আনন্দ উৎসবে। পাশাপাশি নতুন বছরের মনস্কামনা সিদ্ধি লাভের আশায় ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে বসতবাড়ি তো দেখা যায়, সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আরাধনা করতে। অন্যান্য বছরে তুলনায় এই বছর গণেশ ঠাকুরের মূর্তি চাহিদা খোলা বাজারে অপরিসীম।
advertisement
advertisement
তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যাতে গণেশ মূর্তি নির্দ্বিধায় কিনতে পারেন তার জন্য মাত্র ৫০ টাকা মূল্যের বিনিময় সুসজ্জিত গণেশ মূর্তির বিকতে দেখা গেল জেলার অন্যান্য জায়গা ছাড়া নদিয়ার কৃষ্ণগঞ্জে। মাত্র ৫০ টাকায় সুসজ্জিত গণেশ মূর্তির ভীষণ চাহিদা রয়েছে খোলা মার্কেটে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। সাধ্যের মধ্যে অল্প দামে গনেশ মূর্তি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ ক্রেতারা পাশাপাশি ব্যবসা করে লাভের মুখ দেখতে পেয়ে হাসি ফুটতে দেখা গেল বিক্রেতা তাদের মুখেও। এছাড়াও অন্যান্য বছরের তুলনায় এ বছর বিভিন্ন মাপের গণেশ মূর্তির চাহিদা রয়েছে খোলা বাজারে। যার ফলে বাড়তি লাভের আশায় দিন গুণছেন জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাজারে গণেশ মূর্তি কেনার ভিড়! পয়লা বৈশাখে দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement