মৈনাক দেবনাথ, মায়াপুর: চৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম আবির্ভাব দিবস ও দোল উৎসব উপলক্ষে শুরু হল মায়াপুর ইসকন মন্দিরের নগর পরিক্রমা। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী চলবে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। প্রতিবছরের মত এই বছরেও নগর পরিক্রমাটি সাতটি ভাগে ভাগ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গা পরিদর্শন করবে বলে জানান ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। পরিক্রমায় মোট ১৫ হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করছেন বলেও জানান তিনি।
সারা বছরই বহু দর্শনার্থীরা আসেন মন্দির নগরী মায়াপুর তথা নবদ্বীপ ভ্রমণ করতে। তবে দোল উৎসবের সময় দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত আসেন নবদ্বীপে। দোল উৎসবে শামিল হতে মায়াপুর ইসকন মন্দিরে প্রত্যেক বছরই দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থী আসেন। এবারও ব্যতিক্রম হয়নি তার। যদিও কোভিড মহামারির সময় প্রায় দু বছর সেই অর্থে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়নি মায়াপুর ইসকন মন্দিরের দোলযাত্রা উৎসব। তবে মহামারির প্রকোপ কমে যাওয়ার পরেই আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে মন্দির নগরী মায়াপুর।
দোলযাত্রার প্রায় একমাস আগে থেকেই নবদ্বীপ নগর পরিক্রমা করতে বেরিয়ে পড়ে বিভিন্ন মঠ মন্দিরের অসংখ্য ভক্ত। ভোরবেলা সূর্য ওঠার আগেই খোল করতাল সহযোগে কীর্তন করতে করতে বেরিয়ে পড়েন মঠ মন্দিরের সাধুরা নগর পরিক্রমা করতে। আর এই নগর পরিক্রমায় শামিল হন সাধু সন্ন্যাসীদের সঙ্গে অসংখ্য স্থানীয় বাসিন্দারাও। এই পরিক্রমা চলবে দোল পূর্ণিমা পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dolpurnima 2023, Dolyatra2023, ISKCON