Nadia News: ঘরের ছেলে ডাক পেল ইসরোতে, গর্বিত কৃষ্ণনগর
Last Updated:
দশম শ্রেণি পর্যন্ত ছিল না কোনও প্রাইভেট টিউশন, তাঁর মা শিপ্রা পোদ্দার নিজেই বাড়িতে তাঁর ছেলেকে পড়াতেন।
#কৃষ্ণনগর: কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। নদিয়ার কৃষ্ণনগরের চাঁদসড়ক এলাকার বাসিন্দার নবারুণ পোদ্দার ছোটবেলা থেকেই বাবার কাছে গল্প শুনতেন মহাকাশ বিজ্ঞানীদের সম্পর্কে। সেই থেকেই তার মনে ইচ্ছে জাগে, বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হওয়ার। বাবাকে তিনি বলতেন সেও বড় হয়ে মহাকাশে পাড়ি দেবেন। ছোটবেলার সেই স্বপ্নকেই বাস্তবে রূপান্তরিত করে দেখালেন কৃষ্ণনগরের বাসিন্দা নবারুণ পোদ্দার। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো থেকে ডাক পেলেন অবশেষে তিনি।
ইসরোতে গিয়ে মহাকাশ নিয়ে তিনি গবেষণা করার সুযোগ পেয়েছেন তিনি জানতে পেরে খুশি, পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও। কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়তেন নবারুণ পোদ্দার। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন তিনি। এর পাশাপাশি দশম শ্রেণী পর্যন্ত ছিল না কোন প্রাইভেট টিউশন তার মা শিপ্রা পোদ্দার নিজেই বাড়িতে তার ছেলেকে পড়াতেন। প্রথম থেকেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ ছিল তার।
advertisement
আরও পড়ুন: যৌনমিলনের কথা শুনলেই ভয় পান? কেন এমন হয় জানুন
এরপর ফিজিক্স নিয়েই সে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করেন। এবং তারপরেই ভারতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা ইসরোতে রিসার্চ করার জন্য আবেদন করেন। ইসরো সুযোগ দেয় কৃষ্ণনগরের বাসিন্দা নবারুণ পোদ্দারকে। শুক্রবার কৃষ্ণনগরের বাসিন্দা নবারুন পোদ্দার তার স্বপ্নের দিকে আরও একধাপ এগিয়ে যাবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: গুজরাতে বিজেপির প্রচারে বিদেশিরা! 'প্রমাণ' দিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
আপাতত বেশ কয়েক বছর ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোতে সে রিসার্চ স্কলার হিসেবে যোগদান করবেন। এরপর ভবিষ্যতে মহাকাশ গবেষণা নিয়েই তার কাজকর্ম করার ইচ্ছে বলে জানায় কৃষ্ণনগরের ছেলে নবারুণ। তার এই সাফল্যে খুশি তার পরিবারসহ আত্মীয়স্বজনেরাও।
মৈনাক দেবনাথ
Location :
First Published :
November 25, 2022 4:54 PM IST