Jagannath Dev Snan Yatra: স্নানযাত্রার পরেই জ্বর হয় শ্রী জগন্নাথ দেবের, তারপরেই চলে যান লোকচক্ষুর আড়ালে, কেন জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
রথযাত্রার দিন জগন্নাথ দেব সুসজ্জিত রথে করে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসেন
মায়াপুর: মহাসমারোহে পালিত হল ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা নদিয়ার মায়াপুরে।ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুভ সূচনা হল জগন্নাথদেবের রথ যাত্রার। আজকের এই আনন্দ উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির মহামিলন ক্ষেত্র হয়ে উঠল নদিয়ার মায়াপুরের রাজাপুর গ্রাম।
রথযাত্রার দিন মায়াপুর, রাজাপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে জগন্নাথ দেবের সুসজ্জিত রথযাত্রা। আজকের স্নান যাত্রা উৎসবকে ঘিরে সকাল থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দ দের ভিড় উপচে পরে রাজাপুর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের অধিবাসের পর রবিবার স্নান যাত্রা উপলক্ষে সারা দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। কথিত আছে, জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে তার জ্বর হয়। এবং তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান।
advertisement
advertisement
এরপর রথযাত্রার দিন জগন্নাথ দেব সুসজ্জিত রথে করে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসেন। সেখানে মহাসমারোহে চলে জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব। এবং উল্টো রথের দিন জগন্নাথ দেব পুনরায় ফিরে যান রাজাপুরের জগন্নাথ মন্দিরে। প্রতি বছরের মতো এবারও মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের উপস্থিত অসংখ্য ভক্তদের সমাগম ঘটেছে রাজাপুর মন্দির প্রাঙ্গনে।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 6:34 PM IST